Ajker Patrika

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত 

রাজধানীর শেরেবাংলা নগর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ মারা গেছেন। তাঁর নাম হেলাল উদ্দিন (৫০)। 

রবিবার সকাল পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে মৃত পুলিশ সদস্যের বাড়ি গাজিপুর কালিয়াকৈর এলাকায়। থাকত ট্রাফিক পুলিশ ব্যারাকে। ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন হেলাল উদ্দিন। 

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ জানান, সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্বরত অবস্থায় ছিলেন হেলাল। হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসকে থামার সিগন্যাল দেন তিনি। তখন একবার গাড়িটি থামলেও পরক্ষণেই বেপরোয়া গতিতে তাঁকে ধাক্কা দেয়। এরপর সে রাস্তায় পড়ে গেলে গাড়িটি তাঁর ওপর দিয়ে চালিয়ে যায়।  

সাহেদ আল মাসুদ আরও জানান, তাৎক্ষণিক ভাবে সিলভার মাইক্রোবাসটি আটক করা যায়নি। গাড়িটি আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত