Ajker Patrika

যোগ্যতা ছাড়া কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার সুযোগ নেই: পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০: ২৮
যোগ্যতা ছাড়া কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার সুযোগ নেই: পুলিশ সদর দপ্তর

কনস্টেবল পদে চাকরি পাওয়ার প্রলোভন প্রতারকচক্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এ ক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে কোনো প্রার্থীকে যোগ্যতা ছাড়া উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধু সরকারি ফি প্রদানের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর আরও জানায়, গত বছরের ২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ৫ ফেব্রুয়ারি থেকে নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ৭টি ধাপে সম্পন্ন করা হচ্ছে। এ সংক্রান্তে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যেতে পারে। তাই প্রতারকচক্রের কনস্টেবল পদে চাকরি নিয়ে দেওয়ার ফাঁদে পা না দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে। 

কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোনো ব্যক্তির কোনো ধরনের প্রতারণার কৌশল অবলম্বনের খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ৯৯৯-এ জানানোর জন্য অনুরোধও করা হয় এ সংবাদ বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত