Ajker Patrika

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ সড়কে ৮ কিমি যানজট

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০১
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ সড়কে ৮ কিমি যানজট

গাজীপুরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসব এলাকার মধ্যে রয়েছে গাজীপুর মহানগরের টঙ্গী, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, চক্রবর্তী ও সদরের শিরিরচালা। তাতে মহাসড়কের দুই পাশে অন্তত আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকেরা আন্দোলনে নামেন। বিভিন্ন স্থানে মহাসড়ক আটকে বিক্ষোভ করার কারণে গাজীপুরের বেক্সিমকো থেকে জিরানি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। আন্দোলন নিরসনে দাবি-দাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে পুলিশ।

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকেরা। আজ সকালে চন্দ্রা এলাকায় মাহমুদ জিনস লিমিটেড ও নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা আন্দোলনে নামেন। অপরদিকে, চক্রবর্তী এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে বিক্ষোভ করেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকেরা।

এদিকে গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। 

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক আছে। ইতিপূর্বে শ্রমিকেরা বিভিন্ন দাবি-দাওয়া কারখানা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা কারখানার আয়রনম্যান মো. আরমানকে মারধর করে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। শ্রমিকদের সন্দেহ, দাবি উপস্থাপন করায় কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তাদের লোকজন দিয়ে আরমানকে মারধর করেছে। এর প্রতিবাদে আজ সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন।

অপরদিকে গাজীপুরের টঙ্গীর খাঁপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে সিজন ড্রেস নামের একটি শিল্পপ্রতিষ্ঠানে আন্দোলন করছেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্প-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর খাঁপাড়া এলাকায় সিজন ড্রেস নামের একটি তৈরি পোশাক কারখানার পাঁচ-ছয় শ শ্রমিক কাজ করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। এ সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আসাদ-২গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় বেতন বৃদ্ধিসহ আট দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন তাসমিয়া হারবাল লিমিটেডের শ্রমিকেরা। আজ সকাল সাড়ে ৮টা থেকে কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মাঝে সমঝোতার চেষ্টা করছে শিল্প-পুলিশ।

বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামেন ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকেরা।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিজন ড্রেস কারখানার শ্রমিকেরা। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এ ছাড়া বেতন-ভাতা পরিশোধে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, `আজ সকালে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল। এসব নিয়ে শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে কয়েকটির সমাধান করা হয়েছে। আর কয়েকটি নিয়ে আলোচনা চলছে। আশা করি, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত