Ajker Patrika

কোটালীপাড়ায় বৃদ্ধকে হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ ৪ জন গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়ায় বৃদ্ধকে হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ ৪ জন গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধকে হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তার ব্যবসায়ী উজ্জ্বল দাস (৩২) পৌরসভার ডহরপাড়া গ্রামের ব্যবসায়ী বিমল দাসের (৬০) একমাত্র ছেলে। গ্রেপ্তার অন্যরা হলেন পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭), একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫) ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২৪)।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ী বিমল দাস হত্যা চেষ্টার ঘটনায় তাঁর ভাই কালা চাঁদ দাস (৪৩) বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আমরা ইতিমধ্যে এই মামলার প্রধান আসামি উজ্জ্বল দাসসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার বাদী কালা চাঁদ দাস বলেন, ‘আমার ভাই বিমল দাস ব্যবসায়িক প্রয়োজনে কিছু জায়গা বিক্রির উদ্যোগ নেন। এই জমি বিক্রির কথা শুনে ছেলে উজ্জ্বল দাস তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী বিমল দাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৮ তারিখ রাতে কিছু সন্ত্রাসী আমার ওপর হামলা করেছিল। এ ঘটনায় আমি তিন দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে কারা আমার ওপর হামলা চালিয়েছিল তা আমার জানা নেই। এ ব্যাপারে আমার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেছে। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত