Ajker Patrika

যুবদল নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১০: ২৫
যুবদল নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

টাঙ্গাইলের ঘাটাইলে যুবদলের নেতা মালেক হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা ও সাগরদীঘি ইউনিয়নের চেয়ারম্যান হেকমত শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাঁকে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সামনে থেকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। দুপুরেই তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। আগামীকাল সোমবার (২ জানুয়ারি) রিমান্ডের শুনানি হবে।

হেকমত শিকদার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। অন্যদিকে নিহত মালেক ওই ইউনিয়নের নেছার আলীর ছেলে এবং উপজেলার সাগরদীঘি ইউনিয়ন যুবদল শাখার তৎকালীন সহসভাপতি ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সিআইডির পরিদর্শক আতাউর রহমান আকন্দ ও স্থানীয়রা জানান, ২০১৮ সালের ২৯ মার্চ সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ওই সহিংসতায় মালেক নিহত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে হেকমত শিকদার চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পরে নিহত মালেকের স্ত্রী বাদী হয়ে হেকমত শিকদারকে প্রধান আসামি করে ২৩ জনের নামে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালত ঘাটাইল থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। সেই মোতাবেক ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর আদালতের নির্দেশনা অনুযায়ী ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি থানায় এজাহারভুক্ত করেন। ঘাটাইল থানা মামলা তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

পরে বাদী অসন্তোষ প্রকাশ করে নারাজি দিলে আদালত জেলা গোয়েন্দা বিভাগকে  (ডিবি) মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জেলা গোয়েন্দা বিভাগও মামলার তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী আবারও নারাজি দিলে আদালত জেলা সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সিআইডির পরিদর্শক আতাউর রহমান আকন্দ আরও বলেন, ‘এই মামলায় প্রধান আসামি আদালতে হাজির হননি এবং কোনো জামিন নেননি। তাই তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর কাছে থেকে আরও তথ্য জানার জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

টাঙ্গাইল আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ বলেন, ‘অ্যাডভোকেট বারের এক সদস্যর মৃত্যুজনিত কারণে রিমান্ডের শুনানি হয়নি। বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে রিমান্ডের বিষয়টি উপস্থাপন করা হয়। আগামীকাল সোমবার (২ জানুয়ারি) রিমান্ডের শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। আসামিকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে চেয়ারম্যান হেকমত সিকদারের গ্রেপ্তারের খবর পেয়ে ওই ইউনিয়নে জনগণ তাঁর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। আজ রোববার বিকেলে সাগরদীঘি বাজারে বিক্ষোভ মিছিল করে তারা। এ ছাড়া ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে এলাকাবাসী মিষ্টি বিতরণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত