নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের আগে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা প্রকাশ করে দুর্গাপূজার সময় রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো ধরনের কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রানা দাশ গুপ্ত বলেন, ‘এই সম্মেলন মঞ্চ থেকে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে একটি বিনীত আবেদন করতে চাই—আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যেন কোনো কর্মসূচি না দেয়। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের জনজীবনে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়।’
নির্বাচনের আগে সারা দেশে আবারও সাম্প্রদায়িক সহিংসতা হতে পারে। অতীত অভিজ্ঞতা ও দেশের বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যেও সেটারই পরিষ্কার ধারণা পাওয়া যায়। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুর্গাপূজার সময় বা তারপরেও দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতে পারে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রায় একই সুরে কথা বলেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা হচ্ছে।’
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁকে জানিয়েছি, শুধু শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলার কথা ভাবলে হবে না। আগামী নির্বাচনের আগের সময় পর্যন্ত দেশে যেন সাম্প্রদায়িক সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য সকল রাজনৈতিক দলগুলোকে একটি সিদ্ধান্তে আসতে হবে।’
অমিতাভ বসাক বাপ্পী ও শ্যামল দেবনাথের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি চিত্তরঞ্জন দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ সাহা।
নির্বাচনের আগে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা প্রকাশ করে দুর্গাপূজার সময় রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো ধরনের কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রানা দাশ গুপ্ত বলেন, ‘এই সম্মেলন মঞ্চ থেকে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে একটি বিনীত আবেদন করতে চাই—আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যেন কোনো কর্মসূচি না দেয়। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের জনজীবনে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়।’
নির্বাচনের আগে সারা দেশে আবারও সাম্প্রদায়িক সহিংসতা হতে পারে। অতীত অভিজ্ঞতা ও দেশের বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যেও সেটারই পরিষ্কার ধারণা পাওয়া যায়। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুর্গাপূজার সময় বা তারপরেও দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতে পারে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রায় একই সুরে কথা বলেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা হচ্ছে।’
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁকে জানিয়েছি, শুধু শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলার কথা ভাবলে হবে না। আগামী নির্বাচনের আগের সময় পর্যন্ত দেশে যেন সাম্প্রদায়িক সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য সকল রাজনৈতিক দলগুলোকে একটি সিদ্ধান্তে আসতে হবে।’
অমিতাভ বসাক বাপ্পী ও শ্যামল দেবনাথের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি চিত্তরঞ্জন দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ সাহা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে