Ajker Patrika

ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির প্রতিবাদী মোটর শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১৪
ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির প্রতিবাদী মোটর শোভাযাত্রা

ই-অরেঞ্জের গ্রাহকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ভুক্তভোগীরা। আজ শুক্রবার দুপুর ১২টায় গুলশান-১-এর ১৩৬ নম্বর রোডে এই শোভাযাত্রা করেন তাঁরা।

এ সময় আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা সব হারানোর পর প্রতিবাদটুকুও করতে পারবেন না, তা হতে পারে না। এটা তাঁদের সাংবিধানিক অধিকার। 

ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফজাল হোসেন আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা অমানবিক ও অগণতান্ত্রিক। এই হামলার পেছনে জড়িতদের বিচার দাবি করেন তিনি। এ সময় তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ১০ দফার আন্দোলন চলবে। আজ বিকেল ৩টায় মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে তাঁদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

আফজাল হোসেন আরও জানান, ই-অরেঞ্জের নামে প্রতারণার মূল হোতা বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ, প্রতারণার সঙ্গে জড়িত সরকারি আমলা ও কর্তাব্যক্তিদের আইনের আওতায় আনাসহ নানা দাবিতে আন্দোলনে করছেন তাঁরা। 

মোটর শোভাযাত্রাটি গুলশান থেকে শুরু হয়ে মিরপুরের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত