নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো ল্যাব নেই, মেশিনপত্র নেই। তবু নিয়মিত বিদেশগামী রোগীদের কাছ থেকে নমুনা নিয়ে কোভিড সনদ প্রদান করত রাজধানীর পুরানা পল্টনের ‘আল জেমী ডায়াগনস্টিক সেন্টার’। এমন তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত চিঠিতে আল জেমী ডায়াগনস্টিকের লাইসেন্স বাতিল করা হয়। সেখানে বলা হয়, প্রতিষ্ঠানটি বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনভুক্ত। এই প্রতিষ্ঠান থেকে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে কোভিড পরীক্ষার সনদ প্রদান করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটিতে গত ৪ মাস ধরে আরটি-পিসিআর ল্যাবের কোনো সেট-আপ নেই এবং কার্যক্রম সম্পন্ন বন্ধ রয়েছে। অথচ প্রতিষ্ঠানটি নিয়মিত বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করে সনদ প্রদান করে আসছে। ইতিপূর্বে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হলেও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই নির্দেশ উপেক্ষা করা হয়েছে। এ ধরনের অনিয়মের কারণে আল জেমী ডায়াগনস্টিকের লাইসেন্স সাময়িক বাতিল করা হলো।
এদিকে গত ১৯ মার্চ মোহাম্মদপুরের হুমায়ূন রোডের অ্যাডভান্স ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম সাময়িক বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভাড়া সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স কেন বাতিল করা হবে না, আগামী সাত দিনের মধ্যে সেটি জানাতে নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. শেখ দাউদ আদনান।
কোনো ল্যাব নেই, মেশিনপত্র নেই। তবু নিয়মিত বিদেশগামী রোগীদের কাছ থেকে নমুনা নিয়ে কোভিড সনদ প্রদান করত রাজধানীর পুরানা পল্টনের ‘আল জেমী ডায়াগনস্টিক সেন্টার’। এমন তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত চিঠিতে আল জেমী ডায়াগনস্টিকের লাইসেন্স বাতিল করা হয়। সেখানে বলা হয়, প্রতিষ্ঠানটি বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনভুক্ত। এই প্রতিষ্ঠান থেকে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে কোভিড পরীক্ষার সনদ প্রদান করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটিতে গত ৪ মাস ধরে আরটি-পিসিআর ল্যাবের কোনো সেট-আপ নেই এবং কার্যক্রম সম্পন্ন বন্ধ রয়েছে। অথচ প্রতিষ্ঠানটি নিয়মিত বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করে সনদ প্রদান করে আসছে। ইতিপূর্বে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হলেও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই নির্দেশ উপেক্ষা করা হয়েছে। এ ধরনের অনিয়মের কারণে আল জেমী ডায়াগনস্টিকের লাইসেন্স সাময়িক বাতিল করা হলো।
এদিকে গত ১৯ মার্চ মোহাম্মদপুরের হুমায়ূন রোডের অ্যাডভান্স ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম সাময়িক বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভাড়া সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স কেন বাতিল করা হবে না, আগামী সাত দিনের মধ্যে সেটি জানাতে নির্দেশ দিয়েছেন অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. শেখ দাউদ আদনান।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৪৩ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে