Ajker Patrika

নবাবগঞ্জে ৮৮ জনের করোনা শনাক্ত 

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা) 
নবাবগঞ্জে ৮৮ জনের করোনা শনাক্ত 

নবাবগঞ্জে নতুন করে আরও ৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৪৪ জনে। আজ রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা কন্ট্রোল কর্নারের ফোকাল পারসন ডা. হরগোবিন্দ সরকার অনুপ। 

ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, ‘২৬,২৭ ও ২৮ জুলাই ২০৭টি নমুনা উপজেলা থেকে পাঠাই। ৩১ জুলাই রাতে প্রাপ্ত ফলাফলে নতুন ৮৮ জনের করোনা শনাক্তের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। নতুন ৮৮ জন নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা বিভিন্ন বয়সের এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে উপজেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। 

ডা. হরগোবিন্দ সরকার জানান, লকডাউন চলাকালীন সময়েও আক্রান্তের হার নিয়ন্ত্রণে না আশায় অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে চলমান পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এ ছাড়াও সকলকে সঠিক নিয়মে মাস্ক পড়ার জন্য আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত