নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মধ্য বাড্ডায় আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় তাঁর গাড়িচালক হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হৃদয়ের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, লুট করা স্বর্ণালঙ্কার ও টাকা জব্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গাড়িচালক হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত। জুয়া খেলে ঋণ হয়ে যাওয়া আফরোজাকে হত্যার পরিকল্পনা করে সে। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ. কে. এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, ‘মধ্য বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার আফরোজাকে হত্যার পর পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমও তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ। পরে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি কমিশনার আরও বলেন, ‘অফিস থেকে ফেরার পর ড্রাইভার হৃদয় মাথাব্যথা করছে জানিয়ে আফরোজার কাছে চা খাওয়ার কথা বলে বাসায় ঢুকে। পরে চায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয় আফরোজাকে। ড্রাইভার হৃদয় জুয়া খেলে বাড়ি ভাড়াসহ বিভিন্ন দিক থেকে ঋণী হয়ে যায়। এই ঋণ শোধ করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটায়।’
হাফিজ আক্তার জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা গাড়িচালক হৃদয় ২০০৫ সালে গাড়ি চালানো শিখে বিভিন্ন জায়গায় চালক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০১৫ সাল থেকে আফরোজা সুলতানার গাড়িচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এরই মধ্যে তাঁর তিন মাসের বাসা ভাড়া বাকি পড়ে। বেশ কিছু টাকা উপার্জন করতে পারলে তিনি দূরে কোথাও গিয়ে অন্য ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত থেকেই আফরোজা সুলতানার বাসায় চুরির পরিকল্পনা করেন। এরপরই তাকে হত্যা করে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেন হৃদয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
রাজধানীর মধ্য বাড্ডায় আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় তাঁর গাড়িচালক হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হৃদয়ের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, লুট করা স্বর্ণালঙ্কার ও টাকা জব্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গাড়িচালক হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত। জুয়া খেলে ঋণ হয়ে যাওয়া আফরোজাকে হত্যার পরিকল্পনা করে সে। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ. কে. এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, ‘মধ্য বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার আফরোজাকে হত্যার পর পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমও তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ। পরে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি কমিশনার আরও বলেন, ‘অফিস থেকে ফেরার পর ড্রাইভার হৃদয় মাথাব্যথা করছে জানিয়ে আফরোজার কাছে চা খাওয়ার কথা বলে বাসায় ঢুকে। পরে চায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয় আফরোজাকে। ড্রাইভার হৃদয় জুয়া খেলে বাড়ি ভাড়াসহ বিভিন্ন দিক থেকে ঋণী হয়ে যায়। এই ঋণ শোধ করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটায়।’
হাফিজ আক্তার জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা গাড়িচালক হৃদয় ২০০৫ সালে গাড়ি চালানো শিখে বিভিন্ন জায়গায় চালক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০১৫ সাল থেকে আফরোজা সুলতানার গাড়িচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এরই মধ্যে তাঁর তিন মাসের বাসা ভাড়া বাকি পড়ে। বেশ কিছু টাকা উপার্জন করতে পারলে তিনি দূরে কোথাও গিয়ে অন্য ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত থেকেই আফরোজা সুলতানার বাসায় চুরির পরিকল্পনা করেন। এরপরই তাকে হত্যা করে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেন হৃদয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে