Ajker Patrika

টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৪: ২৭
টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে একটি দশতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মো. আউয়াল (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর মাছিমপুর এলাকায় শাজাহান মহল নামের দশতলা ওই ভবন থেকে পড়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

মৃত আউয়ালের বাবার নাম মৃত ওয়ালী উল্লাহ। আউয়ালের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আলীপুর গ্রামে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।

টঙ্গী থানার উপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আউয়াল ওই ভবনে প্রায় পাঁচ বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভবনের ছাদে ওঠেন আউয়াল। নিয়মিত ভবনটির ছাদে বিভিন্ন গাছের পরিচর্যা করতেন তিনি। আজ অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত