জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে সিনেটরদের মানববন্ধন

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৯
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গীদের নিয়ে ছাত্রলীগ নেতার সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেটররা। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে।

মানববন্ধনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম বলেন, ‘হলগুলোতে ছাত্রলীগের নাম ভাঙিয়ে অসংখ্য শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছে। এ ছাড়া একজন শিক্ষকের নামে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু তার পরও তিনি স্বপদে বহাল রয়েছেন। উপাচার্যকে বলতে চাই, আপনি যদি এসব ঘটনার বিচার না করেন, তাহলে এসবের পুরোপুরি দায় আপনার ওপর বর্তাবে।’

সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি আশীষ কুমার মজুমদার বলেন, ‘হলে অছাত্ররা অবস্থান করছে আর বৈধ শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা দেখতে চাই, পাঁচ কর্মদিবসের মধ্যে অবৈধ ছাত্ররা হল ছেড়ে দিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনদের হলে থাকতে হবে। হলের শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি করতে হবে। এ ছাড়া রাতে নির্দিষ্ট সময়ে যেন শিক্ষার্থীরা হলে ফিরে আসে, সেই ব্যবস্থা করতে হবে। শৃঙ্খলা অধ্যাদেশে রাত ১০টার মধ্যে হলে ফেরার নিয়ম থাকলেও তা মানা হয় না। এ ছাড়া হলের পাশের দোকান উচ্ছেদ করতে হবে। বিশ্ববিদ্যালয় কেন দোকানের টাকায় চলবে?’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনেটর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, শেখ মনোয়ার হোসেন, মোহাম্মদ সোহেল পারভেজ, ইন্দু প্রভা দাস, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মেহেদী জামিল প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত