জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গীদের নিয়ে ছাত্রলীগ নেতার সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেটররা। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে।
মানববন্ধনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম বলেন, ‘হলগুলোতে ছাত্রলীগের নাম ভাঙিয়ে অসংখ্য শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছে। এ ছাড়া একজন শিক্ষকের নামে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু তার পরও তিনি স্বপদে বহাল রয়েছেন। উপাচার্যকে বলতে চাই, আপনি যদি এসব ঘটনার বিচার না করেন, তাহলে এসবের পুরোপুরি দায় আপনার ওপর বর্তাবে।’
সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি আশীষ কুমার মজুমদার বলেন, ‘হলে অছাত্ররা অবস্থান করছে আর বৈধ শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা দেখতে চাই, পাঁচ কর্মদিবসের মধ্যে অবৈধ ছাত্ররা হল ছেড়ে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনদের হলে থাকতে হবে। হলের শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি করতে হবে। এ ছাড়া রাতে নির্দিষ্ট সময়ে যেন শিক্ষার্থীরা হলে ফিরে আসে, সেই ব্যবস্থা করতে হবে। শৃঙ্খলা অধ্যাদেশে রাত ১০টার মধ্যে হলে ফেরার নিয়ম থাকলেও তা মানা হয় না। এ ছাড়া হলের পাশের দোকান উচ্ছেদ করতে হবে। বিশ্ববিদ্যালয় কেন দোকানের টাকায় চলবে?’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনেটর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, শেখ মনোয়ার হোসেন, মোহাম্মদ সোহেল পারভেজ, ইন্দু প্রভা দাস, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মেহেদী জামিল প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গীদের নিয়ে ছাত্রলীগ নেতার সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেটররা। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে।
মানববন্ধনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম বলেন, ‘হলগুলোতে ছাত্রলীগের নাম ভাঙিয়ে অসংখ্য শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছে। এ ছাড়া একজন শিক্ষকের নামে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু তার পরও তিনি স্বপদে বহাল রয়েছেন। উপাচার্যকে বলতে চাই, আপনি যদি এসব ঘটনার বিচার না করেন, তাহলে এসবের পুরোপুরি দায় আপনার ওপর বর্তাবে।’
সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি আশীষ কুমার মজুমদার বলেন, ‘হলে অছাত্ররা অবস্থান করছে আর বৈধ শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা দেখতে চাই, পাঁচ কর্মদিবসের মধ্যে অবৈধ ছাত্ররা হল ছেড়ে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনদের হলে থাকতে হবে। হলের শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি করতে হবে। এ ছাড়া রাতে নির্দিষ্ট সময়ে যেন শিক্ষার্থীরা হলে ফিরে আসে, সেই ব্যবস্থা করতে হবে। শৃঙ্খলা অধ্যাদেশে রাত ১০টার মধ্যে হলে ফেরার নিয়ম থাকলেও তা মানা হয় না। এ ছাড়া হলের পাশের দোকান উচ্ছেদ করতে হবে। বিশ্ববিদ্যালয় কেন দোকানের টাকায় চলবে?’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনেটর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, শেখ মনোয়ার হোসেন, মোহাম্মদ সোহেল পারভেজ, ইন্দু প্রভা দাস, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মেহেদী জামিল প্রমুখ।
ফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
৭ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
১২ মিনিট আগেসাতক্ষীরার তালায় রাইস কুকারে পানি গরম করার সময় মায়ের কোলে থাকা শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির মা। আজ সোমবার দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে