জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গীদের নিয়ে ছাত্রলীগ নেতার সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেটররা। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে।
মানববন্ধনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম বলেন, ‘হলগুলোতে ছাত্রলীগের নাম ভাঙিয়ে অসংখ্য শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছে। এ ছাড়া একজন শিক্ষকের নামে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু তার পরও তিনি স্বপদে বহাল রয়েছেন। উপাচার্যকে বলতে চাই, আপনি যদি এসব ঘটনার বিচার না করেন, তাহলে এসবের পুরোপুরি দায় আপনার ওপর বর্তাবে।’
সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি আশীষ কুমার মজুমদার বলেন, ‘হলে অছাত্ররা অবস্থান করছে আর বৈধ শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা দেখতে চাই, পাঁচ কর্মদিবসের মধ্যে অবৈধ ছাত্ররা হল ছেড়ে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনদের হলে থাকতে হবে। হলের শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি করতে হবে। এ ছাড়া রাতে নির্দিষ্ট সময়ে যেন শিক্ষার্থীরা হলে ফিরে আসে, সেই ব্যবস্থা করতে হবে। শৃঙ্খলা অধ্যাদেশে রাত ১০টার মধ্যে হলে ফেরার নিয়ম থাকলেও তা মানা হয় না। এ ছাড়া হলের পাশের দোকান উচ্ছেদ করতে হবে। বিশ্ববিদ্যালয় কেন দোকানের টাকায় চলবে?’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনেটর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, শেখ মনোয়ার হোসেন, মোহাম্মদ সোহেল পারভেজ, ইন্দু প্রভা দাস, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মেহেদী জামিল প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গীদের নিয়ে ছাত্রলীগ নেতার সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেটররা। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে।
মানববন্ধনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম বলেন, ‘হলগুলোতে ছাত্রলীগের নাম ভাঙিয়ে অসংখ্য শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছে। এ ছাড়া একজন শিক্ষকের নামে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু তার পরও তিনি স্বপদে বহাল রয়েছেন। উপাচার্যকে বলতে চাই, আপনি যদি এসব ঘটনার বিচার না করেন, তাহলে এসবের পুরোপুরি দায় আপনার ওপর বর্তাবে।’
সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি আশীষ কুমার মজুমদার বলেন, ‘হলে অছাত্ররা অবস্থান করছে আর বৈধ শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা দেখতে চাই, পাঁচ কর্মদিবসের মধ্যে অবৈধ ছাত্ররা হল ছেড়ে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনদের হলে থাকতে হবে। হলের শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি করতে হবে। এ ছাড়া রাতে নির্দিষ্ট সময়ে যেন শিক্ষার্থীরা হলে ফিরে আসে, সেই ব্যবস্থা করতে হবে। শৃঙ্খলা অধ্যাদেশে রাত ১০টার মধ্যে হলে ফেরার নিয়ম থাকলেও তা মানা হয় না। এ ছাড়া হলের পাশের দোকান উচ্ছেদ করতে হবে। বিশ্ববিদ্যালয় কেন দোকানের টাকায় চলবে?’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনেটর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, শেখ মনোয়ার হোসেন, মোহাম্মদ সোহেল পারভেজ, ইন্দু প্রভা দাস, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মেহেদী জামিল প্রমুখ।
নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
৭ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
১০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
১৩ মিনিট আগে