Ajker Patrika

সিআরবি বাঁচানোর দাবিতে শাহবাগে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিআরবি বাঁচানোর দাবিতে শাহবাগে সমাবেশ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র সিআরবি উচ্ছেদ করে বাণিজ্যিক ভবন ও হাসপাতাল নির্মাণের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে শাহবাগে সংহতি সমাবেশ করেছে ‘সিআরবি রক্ষায় ঢাকা’।

চট্টগ্রামের প্রাণ-প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ স্থাপন করেছে সিআরবি। চট্টগ্রামের সংস্কৃতির চর্চার অন্যতম এই স্থানে পয়লা বৈশাখসহ দেশের গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়ে আসছে। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে কিশোর-কিশোরী ও যুবকদের খেলার মাঠ এই সিআরবি। এই স্থানে কোনো স্থাপনা তৈরি হলে সবকিছুই থমকে যাবে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

সমাবেশে বক্তারা জানান, দেশে এখনো প্রচুর পরিমাণে অনাবাদি খাস জমি রয়েছে। সেসব জায়গায় সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি প্রকল্প বা হাসপাতাল করতে পারে। সে ক্ষেত্রে সিআরবির মতো জায়গাগুলোকে ধ্বংস করে এই উন্নয়নের নামের প্রহসনগুলো করতে হবে না।

সংহতি সমাবেশে প্রাণপ্রকৃতিকে হুমকির মুখে ফেলে বাণিজ্যিক উন্নয়নের নামে এই প্রহসনের তীব্র নিন্দা জানানো হয়। এই প্রকল্পের ফলে অন্তত পঞ্চাশোর্ধ্ব প্রজাতি হুমকির মুখে পড়বে বলে জানান বক্তারা। সমাবেশ শেষে ৮ আগস্ট বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংহতি সমাবেশ সঞ্চালনা করেন কাজী শফিকুল ইসলাম রাব্বী। বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়,  নাগরিক ছাত্র ঐক্যের রাসেল আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাগীব নাঈম, নারীবাদী অ্যাকটিভিস্ট মারজিয়া হাসান প্রভা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মাসুদ রানা, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সিমা বৈদ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত