Ajker Patrika

জাহাঙ্গীরনগরে সাংবাদিক নিপীড়নের দায়ে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা 

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে সাংবাদিক নিপীড়নের দায়ে ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নিপীড়নের দায়ে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার, জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিক্ষার্থীরা হলেন–আমিনুর রহমান সুমন, তাওসিফ সারার তুনান, হৃদয় রায়, নাঈম হোসেন, ইমতিয়াজ হোসাইন জিদান ও আব্দুল্লাহ আল আদনান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। এদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক, অন্যরা ছাত্রলীগের সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত। 

সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের বিশেষ সভায় ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশে সাংবাদিক নিপীড়নের ঘটনায় ছয় শিক্ষার্থীকে এ শাস্তি দেওয়া হয়। 

তাদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে স্থগিত বহিষ্কারাদেশ দেওয়া হয়। স্থগিত বহিষ্কারাদেশের অধীনে তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরবর্তীতে ক্যাম্পাসে কোনো অপরাধে তারা জড়িত হলে তাৎক্ষণিক বহিষ্কারাদেশ কার্যকর হবে। বাকি দুজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।’ 

এর আগে গত ২১ আগস্ট রাতে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বার্তা সংস্থা ইউএনবি প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধরের অভিযোগ উঠে। হলের গেস্টরুমে ভিডিও করার সন্দেহে তাকে মারধর করা হয়। পরে তিনি আবাসিক ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে আরেক দফা মারধর করেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত