Ajker Patrika

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শিবচর এক্সপ্রেসওয়েতে নেতা-কর্মীরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শিবচর এক্সপ্রেসওয়েতে নেতা-কর্মীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সকালে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়ের দুই পাশে দলীয় নেতা–কর্মীসহ হাজার হাজার সমর্থক দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত ও অভিবাদন জানান।

এ সময় কয়েক হাজার নেতা-কর্মীরা সকাল থেকেই মহাসড়কের শিবচরের পাঁচ্চরের গোলচত্বরসহ কয়েকটি জায়গায় অবস্থান নেয়। প্রধানমন্ত্রী শিবচর অতিক্রম করার সময় দলীয় নেতা-কর্মীসহ হাজার হাজার সমর্থক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত ও অভিবাদন জানান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী সড়ক পথে টুঙ্গিপাড়া গিয়েছেন। আমরা শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছি। অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত