নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝালকাঠির ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনার শিকার বাসচালক মোহন খানের (৪০) হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। আজ বুধবার চালক মোহন খানকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র্যাব। বুধবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দুর্ঘটনায় ১৭ জুন নিহত হয়েছেন।
আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
খন্দকার আল মঈন জানান, বরিশাল আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাশার-স্মৃতি নামে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা ছিল ৪৫ জনের। কিন্তু বাসে প্রায় শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ছাড়া বাসের চালক মোহন খানের হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর জন্য তাঁর লাইসেন্স ছিল না।
তিনি বলেন, গত ২২ জুলাই সকালে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির ছত্রাকান্দা নামক স্থানে অতিরিক্ত যাত্রী বোঝাইকৃত বাশার-স্মৃতি নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৮ জন যাত্রী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে।
কমান্ডার মঈন আরও বলেন, এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৮–এর আভিযানিক দল আজ ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই মুখপাত্র আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মোহন খান জানান, গত ২২ জুলাই বাশার-স্মৃতি পরিবহনের বাসটি সকাল ৯টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার উদ্দেশে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা শুরু করে। ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে বিভিন্ন স্টপেজ হতে বাসটিতে আরও যাত্রী ওঠানো হয় ৷ বেপরোয়া গতিতে গাড়িটি চালাতে থাকেন চালক। পরবর্তীতে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে পৌঁছালে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।
ঝালকাঠির ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনার শিকার বাসচালক মোহন খানের (৪০) হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। আজ বুধবার চালক মোহন খানকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র্যাব। বুধবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দুর্ঘটনায় ১৭ জুন নিহত হয়েছেন।
আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
খন্দকার আল মঈন জানান, বরিশাল আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাশার-স্মৃতি নামে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা ছিল ৪৫ জনের। কিন্তু বাসে প্রায় শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ছাড়া বাসের চালক মোহন খানের হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর জন্য তাঁর লাইসেন্স ছিল না।
তিনি বলেন, গত ২২ জুলাই সকালে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির ছত্রাকান্দা নামক স্থানে অতিরিক্ত যাত্রী বোঝাইকৃত বাশার-স্মৃতি নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৮ জন যাত্রী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে।
কমান্ডার মঈন আরও বলেন, এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৮–এর আভিযানিক দল আজ ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই মুখপাত্র আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মোহন খান জানান, গত ২২ জুলাই বাশার-স্মৃতি পরিবহনের বাসটি সকাল ৯টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার উদ্দেশে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা শুরু করে। ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে বিভিন্ন স্টপেজ হতে বাসটিতে আরও যাত্রী ওঠানো হয় ৷ বেপরোয়া গতিতে গাড়িটি চালাতে থাকেন চালক। পরবর্তীতে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে পৌঁছালে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।
নাটোরে টিসিবির পণ্যবাহী ট্রাক বিক্রয় পয়েন্টে আসতে দেরি করায় দ্রুত পণ্য নিতে গিয়ে ভোক্তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সবুজ নামে এক ভোক্তার হাতে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় বিক্রি কার্যক্রম বন্ধ রাখা হয় কিছু সময়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় পণ্য বিক্রি শুরু করা হয়।
৩ মিনিট আগেরংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
৯ মিনিট আগেনোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা।
১৩ মিনিট আগেনিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
২৫ মিনিট আগে