Ajker Patrika

ঝালকাঠির বাস দুর্ঘটনা: চালকের লাইসেন্স ছিল না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝালকাঠির বাস দুর্ঘটনা: চালকের লাইসেন্স ছিল না 

ঝালকাঠির ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনার শিকার বাসচালক মোহন খানের (৪০) হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। আজ বুধবার চালক মোহন খানকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‍্যাব। বুধবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দুর্ঘটনায় ১৭ জুন নিহত হয়েছেন।

আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

খন্দকার আল মঈন জানান, বরিশাল আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বাশার-স্মৃতি নামে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ওই বাসে যাত্রী ধারণ ক্ষমতা ছিল ৪৫ জনের। কিন্তু বাসে প্রায় শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ছাড়া বাসের চালক মোহন খানের হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর জন্য তাঁর লাইসেন্স ছিল না। 

তিনি বলেন, গত ২২ জুলাই সকালে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির ছত্রাকান্দা নামক স্থানে অতিরিক্ত যাত্রী বোঝাইকৃত বাশার-স্মৃতি নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৮ জন যাত্রী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে। 

কমান্ডার মঈন আরও বলেন, এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-৮–এর আভিযানিক দল আজ ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাবের এই মুখপাত্র আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মোহন খান জানান, গত ২২ জুলাই বাশার-স্মৃতি পরিবহনের বাসটি সকাল ৯টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার উদ্দেশে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা শুরু করে। ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে বিভিন্ন স্টপেজ হতে বাসটিতে আরও যাত্রী ওঠানো হয় ৷ বেপরোয়া গতিতে গাড়িটি চালাতে থাকেন চালক। পরবর্তীতে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানে পৌঁছালে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত