Ajker Patrika

নির্যাতিত যুবকের করা মামলায় সেই ইউপি সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৫: ৩১
নির্যাতিত যুবকের করা মামলায় সেই ইউপি সদস্য গ্রেপ্তার

গাজীপুরে মুরগি চুরির অপবাদে এক যুবককে জনসম্মুখে পেটান স্থানীয় এক ইউপি সদস্য। এ ঘটনায় ভিডিও ধারণ করেন স্থানীয় এক যুবক। ভিডিও ধারণের অপরাধে সেই যুবককেও মারধর করেন সেই ইউপি সদস্য। পরে নির্যাতনের শিকার হওয়া সেই ভিডিও ধারণকারী যুবকের করা মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে গ্রেপ্তার ইউপি সদস্যকে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জয়দেবপুর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদুল হককে গ্রেপ্তার করা হয়। 

নির্যাতনের শিকার যুবকের নাম জুয়েল রানা (২২)। এই মামলার বাদী জুয়েল রানা গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ীর বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, ইউপি সদস্য রাশেদুল হকের নির্দেশে গত ২৭ জুলাই (বুধবার) বিকেলে স্থানীয় বিকেবাড়ী (সিটপাড়া) এলাকার একটি খোলার মাঠে এক সালিসে মুরগি চুরির অপবাদ দিয়ে সাইদুল হক নামের স্থানীয় এক যুবককে ডেকে আনা হয়। পরে সাইদুল হককে জনসম্মুখে মুরগি চুরির অভিযোগে এলোপাতাড়ি মারধর করেন ইউপি সদস্য। এ সময় মারধরের দৃশ্যের ভিডিও ধারণ করছিলেন জুয়েল রানা। ভিডিও ধারণের ঘটনাটি ইউপি সদস্য দেখে ফেলার পর ওই যুবককেও সবার সামনে তিনি লাঠি দিয়ে মারধর করেন। 

ওসি আরও জানান, জুয়েল রানা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর সাইদুল হক স্থানীয় সিটপাড়া এলাকার বাসিন্দা। সালিসের পর থেকে সাইদুল গা ঢাকা দিয়েছেন। 

প্রসঙ্গত, মারধরের ঘটনা গত সোমবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে মারধরের শিকার জুয়েল গতকাল মঙ্গলবার ইউপি সদস্য রাশেদুল হককে অভিযুক্ত করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই দিন রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত