গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। গতকাল বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার জন্য ছাত্রলীগের দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
কোটালীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, বুধবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ইয়াদুল নিজামীর সঙ্গে কলেজের এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। তিনি বিষয়টি মীমাংসা করে দিতে গেলে ক্ষিপ্ত হয়ে চলে যান ইয়াদুল। পরে ইয়াদুল গ্রুপের লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে এসে তাঁর লোকজনের ওপর হামলা চালান।
তিনি বলেন, এরপর দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এ ঘটনায় উভয় পক্ষের আট জন আহত হয়। এ সময় কলেজ চত্বরে থাকা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক পদবঞ্চিত ইয়াদুল নিজামী জানিয়েছেন, সন্ধ্যার আগে তাদের গ্রুপের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন সাধারণ সম্পাদক গ্রুপের লোকজন। আহতদের মধ্যে গুরুতর আহত ইমন নিজামীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং তাঁর ভাই ইব্রাহীমকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসব ঘটনার পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।
কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। গতকাল বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার জন্য ছাত্রলীগের দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
কোটালীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, বুধবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ইয়াদুল নিজামীর সঙ্গে কলেজের এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। তিনি বিষয়টি মীমাংসা করে দিতে গেলে ক্ষিপ্ত হয়ে চলে যান ইয়াদুল। পরে ইয়াদুল গ্রুপের লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে এসে তাঁর লোকজনের ওপর হামলা চালান।
তিনি বলেন, এরপর দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এ ঘটনায় উভয় পক্ষের আট জন আহত হয়। এ সময় কলেজ চত্বরে থাকা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক পদবঞ্চিত ইয়াদুল নিজামী জানিয়েছেন, সন্ধ্যার আগে তাদের গ্রুপের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন সাধারণ সম্পাদক গ্রুপের লোকজন। আহতদের মধ্যে গুরুতর আহত ইমন নিজামীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং তাঁর ভাই ইব্রাহীমকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসব ঘটনার পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।
কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১৩ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৪৪ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে