নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঘটনার ১৭ বছর পর আজ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। একই মামলায় খালাস দেওয়া হয় আরও দুজনকে।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন। খালাস প্রাপ্তরা হলেন, ইলিয়াস মিয়া ও শাহ আলমগীর আলী। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি নাজিম পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাব বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করে আদালত।
নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। এই মামলায় অভিযুক্ত দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী মোবারক হোসেন সেলিম বলেন, ভুক্তভোগী পরিবার এই রায়ে সন্তুষ্ট না। বাকি দুই আসামির সাজার প্রত্যাশা ছিল আমাদের। ওই দুজনের সাজার জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঘটনার ১৭ বছর পর আজ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। একই মামলায় খালাস দেওয়া হয় আরও দুজনকে।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন। খালাস প্রাপ্তরা হলেন, ইলিয়াস মিয়া ও শাহ আলমগীর আলী। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি নাজিম পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাব বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করে আদালত।
নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। এই মামলায় অভিযুক্ত দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী মোবারক হোসেন সেলিম বলেন, ভুক্তভোগী পরিবার এই রায়ে সন্তুষ্ট না। বাকি দুই আসামির সাজার প্রত্যাশা ছিল আমাদের। ওই দুজনের সাজার জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৪১ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে