Ajker Patrika

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, ১৭ বছর পর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, ১৭ বছর পর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঘটনার ১৭ বছর পর আজ বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। একই মামলায় খালাস দেওয়া হয় আরও দুজনকে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজিম উদ্দিন। খালাস প্রাপ্তরা হলেন, ইলিয়াস মিয়া ও শাহ আলমগীর আলী। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি নাজিম পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জের বিরাব বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশু। ঘটনার পরদিন বাজার থেকে একটু দূরে থাকা বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করে আদালত। 

নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। এই মামলায় অভিযুক্ত দুই আসামিকে খালাস দিয়েছে আদালত। 

মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী মোবারক হোসেন সেলিম বলেন, ভুক্তভোগী পরিবার এই রায়ে সন্তুষ্ট না। বাকি দুই আসামির সাজার প্রত্যাশা ছিল আমাদের। ওই দুজনের সাজার জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত