Ajker Patrika

প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাচ্ছেন শুক্রবার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৯
প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাচ্ছেন শুক্রবার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী শুক্রবার তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসছেন। সেখানে তিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় বক্তব্য দেবেন।

চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও দুবার কোটালীপাড়ায় এসেছেন। গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা এবং ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন। তখন উপজেলাটি ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছিল।

তবে এবার নেই কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন। এবার নির্বাচনী আচরণবিধি মেনে কর্মিসভা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবারের আগমন একটু ব্যতিক্রম। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের পর আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার শুরু করব।’

আয়নাল হোসেন বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় যোগ দেবেন। এ জন্য কোনো ব্যানার, পোস্টার বা তোরণ নির্মাণ করা হয়নি। আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই কর্মিসভা করব। এই কর্মিসভা থেকে প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ব্যাপারে যে নির্দেশ দেবেন, আমরা তা মেনে চলব।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা সদর ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত