উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন—উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. সানি (১৭), একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. আরাফাত (১৬)। এছাড়া বাকি দুজন হলেন মো. নাঈম (১৮) ও হামজা (১৮)। তাঁদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ৬ নং সেক্টরের কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুর বোর্ড বাজারের তামিরুল উম্মাহ মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র ও উত্তরা ৮ নং সেক্টরের বাসিন্দা আলী হাসান রিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কিছু বন্ধু কুয়েত মৈত্রী হাসপাতালের পাশে বসে পেইন্টিং করার জন্য আলোচনা করছিল। এর ৩-৪ মিনিটের মধ্যেই দেওয়ান সিটি রোড থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন আসে। ওদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। কিন্তু আমার বন্ধুদের সঙ্গে কিছুই ছিল না। শুধুমাত্র গলায় শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড ছিল।’
‘ছাত্রলীগ এসে হঠাৎ করে আমার বন্ধুদের মারা শুরু করে। ওই সময় সানিকে মেরে মাথা ফাটিয়ে ফেলে আরাফাত ও নাঈমের শরীরের বিভিন্ন স্থানে এবং হামজা হাতে আঘাত পায়।’
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা কয়েকজন বড় ভাইদের নিয়ে সানিকে দেখতে হাসপাতালে যাই। পরে সানির কাছ থেকে জেনে কুয়েত মৈত্রী হাসপাতালের ওখানে গিয়ে ছাত্রলীগের পোলাপানকে ধাওয়া দেই। ওরা দেওয়ান সিটি রোডের দিকে পালিয়ে যায়।’
রিফাত বলেন, ‘এদিকে আমরা যখন কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমাদের দুজন বন্ধু নাঈম ও আরাফাতকে ছাত্রলীগের পোলাপানরা মারধর করে। ওই সময় আমি কিছু বুঝতে না পেরে ফেসবুকে পোস্ট দেই। সেই সঙ্গে সেনাবাহিনীকে কল দেই। তারপর সেনাবাহিনী এলে আমরা ছাত্রলীগের তিনজনকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেই। সেই সঙ্গে আমাদের আহত এক বন্ধুসহ দুজনকে সেনাবাহিনী বিস্তারিত জানার জন্য নিয়ে গেছে।’
এ বিষয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সেনাবাহিনী ওই এলাকার সিসি টিভি ক্যামেরা তল্লাশি চালাচ্ছে। মূল ঘটনা কী এবং কারা কীভাবে হামলা করেছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন—উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. সানি (১৭), একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. আরাফাত (১৬)। এছাড়া বাকি দুজন হলেন মো. নাঈম (১৮) ও হামজা (১৮)। তাঁদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ৬ নং সেক্টরের কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুর বোর্ড বাজারের তামিরুল উম্মাহ মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র ও উত্তরা ৮ নং সেক্টরের বাসিন্দা আলী হাসান রিফাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কিছু বন্ধু কুয়েত মৈত্রী হাসপাতালের পাশে বসে পেইন্টিং করার জন্য আলোচনা করছিল। এর ৩-৪ মিনিটের মধ্যেই দেওয়ান সিটি রোড থেকে ছাত্রলীগের ৩০-৪০ জন আসে। ওদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। কিন্তু আমার বন্ধুদের সঙ্গে কিছুই ছিল না। শুধুমাত্র গলায় শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড ছিল।’
‘ছাত্রলীগ এসে হঠাৎ করে আমার বন্ধুদের মারা শুরু করে। ওই সময় সানিকে মেরে মাথা ফাটিয়ে ফেলে আরাফাত ও নাঈমের শরীরের বিভিন্ন স্থানে এবং হামজা হাতে আঘাত পায়।’
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা কয়েকজন বড় ভাইদের নিয়ে সানিকে দেখতে হাসপাতালে যাই। পরে সানির কাছ থেকে জেনে কুয়েত মৈত্রী হাসপাতালের ওখানে গিয়ে ছাত্রলীগের পোলাপানকে ধাওয়া দেই। ওরা দেওয়ান সিটি রোডের দিকে পালিয়ে যায়।’
রিফাত বলেন, ‘এদিকে আমরা যখন কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমাদের দুজন বন্ধু নাঈম ও আরাফাতকে ছাত্রলীগের পোলাপানরা মারধর করে। ওই সময় আমি কিছু বুঝতে না পেরে ফেসবুকে পোস্ট দেই। সেই সঙ্গে সেনাবাহিনীকে কল দেই। তারপর সেনাবাহিনী এলে আমরা ছাত্রলীগের তিনজনকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেই। সেই সঙ্গে আমাদের আহত এক বন্ধুসহ দুজনকে সেনাবাহিনী বিস্তারিত জানার জন্য নিয়ে গেছে।’
এ বিষয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সেনাবাহিনী ওই এলাকার সিসি টিভি ক্যামেরা তল্লাশি চালাচ্ছে। মূল ঘটনা কী এবং কারা কীভাবে হামলা করেছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
৩৩ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে