Ajker Patrika

রায়পুরায় বজ্রপাতে নিহত ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৩, ১৮: ২১
রায়পুরায় বজ্রপাতে নিহত ২

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) এবং একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। এ সময় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গাজী সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, বজ্রপাতের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিমন নামের একজনকে আহত অবস্থায় আনা হলে সদর হাসপাতালে পাঠানো করা হয়। 

স্থানীয়রা জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামে দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের নাশু মিয়ার ছেলে শিমন আহমেদকে (২০) উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। 

নিহত আহাদ মিয়ার পিতা জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে ঢাকায় আমার মেয়ে জামাইয়ের কারখানায় চাকরি করত। ঈদের ছুটিতে বাড়িতে আসে। আজ দুপুরে বন্ধুদের সঙ্গে সে ঝালমুড়ি খেতে বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই বজ্রপাতে সে ও তার এক বন্ধু মারা গেছে।’ 

নিহত রানার বড় ভাই রুবেল মিয়া বলেন, ‘আমার ভাই ঢাকায় চাকরি করত। বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ঝালমুড়ি খেতে গিয়েছিল। পরে বজ্রপাতে সে ও তার বন্ধু আহাদ মারা যায়। তার আরেক বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’ 

রায়পুরা থানার উপপরিদর্শক ফয়সাল আহমেদ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকে পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত