নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক তপন কুমার মণ্ডল (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন।
তিনি বলেন, হাসপাতালের আইসিইউতে রাত পৌনে ৯টার দিকে তপন কুমার মণ্ডল মারা যান। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তিনি আইসিইউতে ছিলেন।
নিহত চিকিৎসকের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে। বাবার নাম গৌড় দাস মণ্ডল। ওই চিকিৎসক গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর স্ত্রী ডা. শর্মিষ্ঠা ঘোষাল রাজধানীর বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট। এক মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে থাকেন। গোপালগঞ্জ থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকায় আসছিলেন তপন কুমার। পথে দুর্ঘটনার শিকার হন।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত ছিলেন। পরে গোপালগঞ্জ সহকারী অধ্যাপক পদে যোগ দেন।
গোপালগঞ্জ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, কাশিয়ানী গেরাখোলা এলাকায় ওই চিকিৎসকের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক তপন কুমার মণ্ডল (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন।
তিনি বলেন, হাসপাতালের আইসিইউতে রাত পৌনে ৯টার দিকে তপন কুমার মণ্ডল মারা যান। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তিনি আইসিইউতে ছিলেন।
নিহত চিকিৎসকের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে। বাবার নাম গৌড় দাস মণ্ডল। ওই চিকিৎসক গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর স্ত্রী ডা. শর্মিষ্ঠা ঘোষাল রাজধানীর বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট। এক মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে থাকেন। গোপালগঞ্জ থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকায় আসছিলেন তপন কুমার। পথে দুর্ঘটনার শিকার হন।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত ছিলেন। পরে গোপালগঞ্জ সহকারী অধ্যাপক পদে যোগ দেন।
গোপালগঞ্জ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, কাশিয়ানী গেরাখোলা এলাকায় ওই চিকিৎসকের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১৬ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
২২ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৩৮ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৪৪ মিনিট আগে