গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
অনাথ পরিচয় দিয়ে গৃহস্থের বাড়িতে আশ্রয়। বিভিন্ন কাজে সহযোগিতা করে বাড়ির লোকজনের আস্থাভাজন হয়ে ওঠেন জাফর নামের এক ব্যক্তি। সুযোগ পেয়ে গৃহস্থের ১৪ মাস বয়সী ছেলেসন্তানকে নিয়ে উধাও হন তিনি। এরপর তাকে মাত্র ১৫ হাজার টাকায় এক নারীর কাছে বিক্রি করেন জাফর। এর তিন দিন পর ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উপরগ্রামে।
গতকাল সোমবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ করা শিশুকে কেনার অভিযোগে মমতা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ওই নারী নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
শিশু অপহরণ ও উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল। তিনি বলেন, অপহরণ করা শিশুটিকে ১৫ হাজার টাকায় বিক্রির পর প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে কেনার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি হলো গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ১৪ মাস বয়সী ছেলে মো. শাহজাহান। সে গত ২৭ মে বাড়ি থেকে অপহরণের শিকার হয়। এরপর গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেন ফয়জুদ্দিন।
আজ মঙ্গলবার সিলেট জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, মূল অপহরণকারী হলেন জাফর নামের এক ব্যক্তি। তিনি আসল পরিচয় গোপন রেখে নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ফয়জুদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এর পর থেকে তিনি ফয়জুদ্দিনের ছেলেশিশু শাহজাহানকে অপহরণ করার পরিকল্পনা করেন।
জাফর গৃহস্থালির কাজে সহযোগিতা করে ওই বাড়ির সবার বিশ্বস্ত হন। একই সঙ্গে মনে মনে তিনি শাহজাহানকে অপহরণের সুযোগ খুঁজতে থাকেন। টানা ২০ দিন ওই বাড়িতে থাকার পর সুযোগ পেয়ে গত ২৭ মে শাহজাহানকে অপহরণ করেন তিনি। এরপর জাফর তাকে হবিগঞ্জের নবীগঞ্জে মমতা বেগম নামের এক নারীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
জাফরকে আটক করতে অভিযান অব্যাহত থাকার কথা জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. সেলিম। তিনি বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। হত্যা, ধর্ষণ ও অপহরণকারীকে গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
অনাথ পরিচয় দিয়ে গৃহস্থের বাড়িতে আশ্রয়। বিভিন্ন কাজে সহযোগিতা করে বাড়ির লোকজনের আস্থাভাজন হয়ে ওঠেন জাফর নামের এক ব্যক্তি। সুযোগ পেয়ে গৃহস্থের ১৪ মাস বয়সী ছেলেসন্তানকে নিয়ে উধাও হন তিনি। এরপর তাকে মাত্র ১৫ হাজার টাকায় এক নারীর কাছে বিক্রি করেন জাফর। এর তিন দিন পর ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উপরগ্রামে।
গতকাল সোমবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ করা শিশুকে কেনার অভিযোগে মমতা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ওই নারী নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
শিশু অপহরণ ও উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল। তিনি বলেন, অপহরণ করা শিশুটিকে ১৫ হাজার টাকায় বিক্রির পর প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে কেনার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি হলো গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ১৪ মাস বয়সী ছেলে মো. শাহজাহান। সে গত ২৭ মে বাড়ি থেকে অপহরণের শিকার হয়। এরপর গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেন ফয়জুদ্দিন।
আজ মঙ্গলবার সিলেট জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, মূল অপহরণকারী হলেন জাফর নামের এক ব্যক্তি। তিনি আসল পরিচয় গোপন রেখে নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ফয়জুদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এর পর থেকে তিনি ফয়জুদ্দিনের ছেলেশিশু শাহজাহানকে অপহরণ করার পরিকল্পনা করেন।
জাফর গৃহস্থালির কাজে সহযোগিতা করে ওই বাড়ির সবার বিশ্বস্ত হন। একই সঙ্গে মনে মনে তিনি শাহজাহানকে অপহরণের সুযোগ খুঁজতে থাকেন। টানা ২০ দিন ওই বাড়িতে থাকার পর সুযোগ পেয়ে গত ২৭ মে শাহজাহানকে অপহরণ করেন তিনি। এরপর জাফর তাকে হবিগঞ্জের নবীগঞ্জে মমতা বেগম নামের এক নারীর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
জাফরকে আটক করতে অভিযান অব্যাহত থাকার কথা জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. সেলিম। তিনি বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। হত্যা, ধর্ষণ ও অপহরণকারীকে গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
৬ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
১৫ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
২৭ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
৩২ মিনিট আগে