Ajker Patrika

‘বঙ্গবন্ধু বিজিবি বাহিনী সৃষ্টি করেছিলেন’

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪: ০৪
‘বঙ্গবন্ধু বিজিবি বাহিনী সৃষ্টি করেছিলেন’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনী সৃষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রিমাতৃক ও নবজীবন দান করেছেন বলে মন্তব্য করেছেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। আজ শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধে এই বাহিনীর দুজন বীরশ্রেষ্ঠসহ ৮০৭ জন সদস্য শহীদ হয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্ব দেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’ 

এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেজর জেনারেল সাকিল আহমেদ। এ সময় বিজিবির একটি চৌকস দল নবনিযুক্ত মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। পরে পবিত্র সুরা ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৬ আগস্টে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শেষে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। 

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোসাম্মৎ নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মেজর জেনারেল সাকিল আহমেদ বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত