Ajker Patrika

বুয়েটের প্রশাসনিক কার্যালয় ঘেরাওয়ের হুমকি মুক্তিযুদ্ধ মঞ্চের

ঢাবি প্রতিনিধি
বুয়েটের প্রশাসনিক কার্যালয় ঘেরাওয়ের হুমকি মুক্তিযুদ্ধ মঞ্চের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীর হলের সিট বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি গত বছরের জুলাই মাসে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ‘রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে’ আটক হওয়া ৩৪ বুয়েট শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবি জানিয়েছে এ সংগঠন। 

আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি। মানববন্ধন শেষে দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা। 

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর রাশা, অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়, সুপ্রিম কোর্টের আইনজীবী এ ইউ জেড প্রিন্স প্রমুখ। 

আমিনুল ইসলাম বুলবুল বলেন, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ৩৪ জন শিবির ক্যাডারকে বুয়েট থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি দিতে হবে। অন্যথায় বুয়েটের প্রশাসনিক কার্যালয় ঘেরাও কর্মসূচি দেবে মুক্তিযুদ্ধ মঞ্চ। 

তাঁর দাবি, সুনামগঞ্জের স্থানীয় জামায়াতের আমির ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই ৩৪ জনের মুক্তি চেয়েছিল। শিবিরের এই ক্যাডারেরা জামিনে বের হয়ে বুয়েটকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

আমিনুল ইসলাম বলেন, দাবি না মানলে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা বুয়েটে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবে। 

বুয়েটে সুকৌশলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ধ্বংস করার জন্য গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়। 

ভাস্কর রাশা বলেন, ‘বুয়েট এখনো পাকিস্তানি অধ্যাদেশে পরিচালিত হচ্ছে। স্বৈরশাসক আইয়ুব খানের ১৯৬২ সালের পাকিস্তানি অধ্যাদেশ বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় বুয়েট পরিচালনা করার জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে হবে। অবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত