টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। তাতে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত-মারিয়াম, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা কমার্স কলেজ, উত্তর আইডিয়াল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে হাউস বিল্ডিং এলাকায় জড়ো হন। পরে বিমানবন্দর সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজলক্ষ্মী এলাকায় যান। এ সময় সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সড়কে এলোমেলোভাবে অবস্থান করছেন। একটু পরপর বিক্ষোভ মিছিল করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাঠিসোঁটা টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি গাইছেন কাজী নজরুলের বিদ্রোহী গান।
এদিকে রাজধানীর উত্তরায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খানের নেতৃত্বে কয়েক শ ছাত্রলীগের নেতা-কর্মী টঙ্গীর কলেজ গেট এলাকায় দিনব্যাপী অবস্থান করতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে।
কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থানরত কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকা প্রদক্ষিণ করে ফের উত্তরায় ফিরে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, বেলা ১১টা থেকেই আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থান নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
কোটা সংস্কারের দাবিসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। তাতে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত-মারিয়াম, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা কমার্স কলেজ, উত্তর আইডিয়াল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে হাউস বিল্ডিং এলাকায় জড়ো হন। পরে বিমানবন্দর সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজলক্ষ্মী এলাকায় যান। এ সময় সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সড়কে এলোমেলোভাবে অবস্থান করছেন। একটু পরপর বিক্ষোভ মিছিল করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাঠিসোঁটা টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি গাইছেন কাজী নজরুলের বিদ্রোহী গান।
এদিকে রাজধানীর উত্তরায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খানের নেতৃত্বে কয়েক শ ছাত্রলীগের নেতা-কর্মী টঙ্গীর কলেজ গেট এলাকায় দিনব্যাপী অবস্থান করতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে।
কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থানরত কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকা প্রদক্ষিণ করে ফের উত্তরায় ফিরে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, বেলা ১১টা থেকেই আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী উত্তরার হাউস বিল্ডিং এলাকায় অবস্থান নেন। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
৭ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
১০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
১৩ মিনিট আগে