নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ঢাকা কলেজ গেট থেকে একটি মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত থাকা ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, গত ৩ মাস ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমাদের দাবির পক্ষে এরই মধ্যে শিক্ষামন্ত্রী, ইউজিসি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এটা আমাদের অধিকার। পৃথিবীর অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। এমনকি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এবং মেডিকেলেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় কেন থাকবে না?
শিক্ষার্থীরা বলেন, আগামী ১২ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে ১৩ মার্চ শাহবাগ মোড় অবরোধ করা হবে।
ঢাকা কলেজ শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, একবারে একজন শিক্ষার্থীকে কোনোভাবেই বিচার করা যায় না। তার মেধাকে কাজে লাগাতে আরও একবার সুযোগ দেওয়া উচিত। অনেকের ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০০ বিশ্ববিদ্যালয়ের বাইরে। কিন্তু পৃথিবীর বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, যেগুলোর অবস্থান ৫০০ এর ভেতরে। আমরা চাই আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।
অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের সামনে অবস্থান নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ঢাকা কলেজ গেট থেকে একটি মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত থাকা ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, গত ৩ মাস ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমাদের দাবির পক্ষে এরই মধ্যে শিক্ষামন্ত্রী, ইউজিসি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। এটা আমাদের অধিকার। পৃথিবীর অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে। এমনকি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এবং মেডিকেলেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় কেন থাকবে না?
শিক্ষার্থীরা বলেন, আগামী ১২ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে ১৩ মার্চ শাহবাগ মোড় অবরোধ করা হবে।
ঢাকা কলেজ শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, একবারে একজন শিক্ষার্থীকে কোনোভাবেই বিচার করা যায় না। তার মেধাকে কাজে লাগাতে আরও একবার সুযোগ দেওয়া উচিত। অনেকের ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০০ বিশ্ববিদ্যালয়ের বাইরে। কিন্তু পৃথিবীর বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, যেগুলোর অবস্থান ৫০০ এর ভেতরে। আমরা চাই আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।
অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের সামনে অবস্থান নেন।
হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে বালু ও মাটিভর্তি তিনটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
১৪ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
২৪ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
৩৫ মিনিট আগে