Ajker Patrika

সাভারের বংশী নদী দখল: ইউএনওকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) 
আপডেট : ২০ জুন ২০২৩, ১৪: ০৭
সাভারের বংশী নদী দখল: ইউএনওকে হাইকোর্টে তলব

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ জুলাই তাঁকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালতের নির্দেশে ঢাকার সাভারের নামাবাজার এলাকায় বংশী নদী ও নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার তা দখল হয়ে যাওয়ায় এর ব্যাখ্যা দিতে তাঁকে তলব করা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ইউএনওকে হাইকোর্টে তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার বাকির হোসেন মৃধা। তিনি ২০১৯ সালে বংশী নদী ও নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করে রিট করেছিলেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা ও সাভারের উপজেলা প্রশাসন গত বছরের শেষ দিকে বংশী নদী ও নদীতীরের ২৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কয়েক মাসের মধ্যেই পুনরায় নদী ও নদীতীর দখল হয়ে যায়।

উপজেলা প্রশাসনের নাকের ডগায় পুনরায় এই দখলের উৎসব চললেও দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বরং নদী ও নদীতীরের খাসজমি দখলদারদের বন্দোবস্ত দেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে আইনজীবী জাকির হোসেন মৃধা বিষয়টি আদালতের নজরে আনেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত