Ajker Patrika

মাকে দেখা হলো না, স্ত্রী-সন্তানসহ মারা গেলেন চিকিৎসক

গোপালগঞ্জ প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২২, ১৭: ১২
মাকে দেখা হলো না, স্ত্রী-সন্তানসহ মারা গেলেন চিকিৎসক

ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে এখন পর্যন্ত মোট আট জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. বাসুদেব সাহাসহ তাঁর স্ত্রী ও ছেলে।

জানা গেছে, অসুস্থ মাকে দেখতে স্ত্রী-সন্তানসহ প্রাইভেট কারে করে বাড়ি যাচ্ছিলেন ডা. বাসুদেব সাহা। কিন্তু বাড়ি থেকে কয়েক কিলোমিটার আগে বাসের সঙ্গে তাঁদের প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা ডা. বাসুদেব, তাঁর স্ত্রীর ও ছেলে মারা যান। তবে পরিবারের সঙ্গে গোপালগঞ্জে না যাওয়ায় ডা. বাসুদেবের একমাত্র কন্যা বেঁচে গেছেন।

বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ মাকে দেখতে বাড়ি যাওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানিতে দুর্ঘটনায় পড়ে তাঁদের প্রাইভেট কার। এতে বাড়িতে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়।

ডা. বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বারডেম হাসপাতালের এনেসথেসিয়া বিভাগে কর্মরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত