Ajker Patrika

তিতাস গ্যাসের অভিযানের সময় ভবন থেকে পড়ল ইয়াবার ব্যাগ, দেবর-ভাবি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
তিতাস গ্যাসের অভিযানের সময় ভবন থেকে পড়ল ইয়াবার ব্যাগ, দেবর-ভাবি গ্রেপ্তার

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছিল ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দলটি একটি বাসার সামনে অপেক্ষা করছিল। এ এ সময় বাসার ওপর থেকে ছুড়ে ফেলা হয় ২০ হাজার ইয়াবা বড়ি ভর্তি ব্যাগ। এই ঘটনাই জড়িত অভিযোগে দেবর ও ভাবিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায়। 

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া গ্রামের মানিক হোসেন (২৭) ও তাঁর ভাবি সুমাইয়া রহমান ওরফে স্বর্ণা (২৪) এবং কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার শাহজাদ হোসেন (৩০)। 

তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান। তিনি বলেন, ‘তিতাসের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহর নেতৃত্বে একটি দল। এ সময়ে তিতাসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ছিলেন।’ 

ওসি আকবর আলী জানান, সফিপুর বাজার এলাকায় একটি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছিল। এ সময় সেখানে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অপেক্ষা করছিলেন। ঠিক তখন ওই বাড়ির তৃতীয় তলা থেকে একটি ব্যাগ নিচে পড়ে। ব্যাগ তল্লাশি করে ভিতর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

ওসি আকবর আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদক কারবারিরা হয়তো ভেবেছিলেন মাদক উদ্ধারের জন্যই পুলিশ-ম্যাজিস্ট্রেট সেখানে গেছেন। এমন ভাবনা থেকে ভয় পেয়ে ইয়াবা ভর্তি ব্যাগটি ফেলে দেন। পরে পুলিশ ওই বাসার ভেতরে তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং মাদক ব্যবসায় জড়িত অভিযোগে মানিক হোসেন ও তাঁর ভাবি স্বর্ণাকে গ্রেপ্তার করে। স্বর্ণার স্বামী আলিফ হোসেন পলাতক রয়েছেন।’ 

পলাতক আলিফ হোসেন ও গ্রেপ্তাররা তিন মাস ধরে ওই বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারদের ও পলাতক আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি আকবর আলী। 

ওসি জানান, দেবর-ভাবির তথ্য অনুযায়ী শাহজাদ হোসেন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫০টি চুলার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ছয়জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযানের সময় মাদকসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত