Ajker Patrika

টিসিবির পণ্য বাইরে বিক্রি, ট্রাক আটক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
টিসিবির পণ্য বাইরে বিক্রি, ট্রাক আটক

মানিকগঞ্জের হরিরামপুরের ৬ নম্বর বয়ড়া ইউনিয়নে টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে বেশি দামে বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৮ ঘন্টা বসে থেকেও পণ্য পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে ভুক্তভোগীরা বিক্ষুব্ধ হয়ে টিসিবির পণ্যবাহী ট্রাকটি আটকে রাখেন।

বয়ড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী বলেন, ‘দুপুর দুইটা থেকে বসে থেকেও আমার ওয়ার্ডের পাঁচজন পণ্য পায়নি। ডিলারের লোকজন ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্যের যোগসাজেশে কার্ড ছাড়া মাল বিক্রি করায় মাল কম পরেছে।’

২ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ও ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ‘ইউনিয়নে ৮২ জন টিসিবির পণ্য পায়নি। টোটাল ৫২০ জন মাল পাবে। ডিলার বাদল মোল্লার লোকজন কার্ডধারীদের মাল না দিয়ে বেশি দামে বাইরে বিক্রি করায় কম পড়েছে।’

টিসিবির পণ্য ডিলার মোল্লা ট্রেডার্সের কর্মচারী শরিফুল ইসলাম বলেন, ‘যাত্রাপুর ৫ নম্বর ওয়ার্ড সদস্য কালিখোলা এলাকায় ২৬০ জনের মাল নেওয়ায় কম পড়েছে। ওখানে পণ্য কম দেওয়ার কথা ছিল।’

এ ঘটনায় ৫ নম্বর ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী বলেন, ‘আমার কাছে ১৭৮ জনের কার্ড রয়েছে। আমরা ১৭৮ জনের পণ্য নিয়েছি। ডিলারের লোকজন কালীখোলায় মাল বিক্রি করেছে। বেশি বিক্রির বিষয়ে আমি জানিনা।’

 ২ নং ওয়ার্ডের কার্ডধারি মঞ্জু বেগম বলেন, ‘রোজা থেকে পণ্যের জন্য বসে আছি। তিন গ্লাস পানি খেয়ে ইফতার করছি। রাত আটটা বাজে এখনো পাইনি।’ 

 ৬ নং বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুর রহমান ফরিদ বলেন, ‘আমার ইউনিয়নে ৫২০ জন কার্ডধারী পণ্য পাবে। ডিলার মোল্লা ট্রেডার্সকে ৫২০ জন কার্ডধারীকে পণ্য বুঝিয়ে দিতে হবে।’ 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘কার্ডধারীদের পণ্য ডিলারের কর্ণধারকেই দিতে হবে। পণ্য কম দিতে পারবেনা। আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত