Ajker Patrika

রামভদ্রপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রীর ওপর হামলা 

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৪
রামভদ্রপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রীর ওপর হামলা 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী জসিম খানের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১ নম্বর রামভদ্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাটিতা গ্রামে ভোট চাইতে ভোটারের বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

এতে চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রী বুবলি আক্তারসহ তিনজন আহত হয়েছেন। পরে ঘটনার প্রতিকার চেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। এরপর নির্বাহী কর্মকর্তা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে অবস্থান দেন। 

আহতদের কাছ থেকে জানা যায়, সোমবার সকালে প্রার্থীর সহধর্মিণী পাঁচজন নারী কর্মীসহ ৩ নম্বর ওয়ার্ডের ভাটিতা গ্রামে গেলে তাঁদের চশমা প্রতীকের চেয়ারম্যান বিপ্লব সিকদারের সমর্থকেরা বাধা দেন এবং মারধর করেন। এরপর তাঁদের সঙ্গে থাকা নারী কর্মীদের ব্যাগ খুলে চেক করেন। ব্যাগ খুলতে বাধা দিলে আরও ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রীর ওপর হামলা করেন। এতে তিনি অচেতন হয়ে পড়ে যান। এরপর হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা আহত নারীদের নিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর দেখে আহত বুবলি আক্তারকে ঢাকা মেডিকেলে রেফার করেন। এ বিষয়ে ভেদরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

আহত রুনা বেগম বলেন, ‘আমরা ৩ নম্বর ওয়ার্ডে ভোট চাইতে গেলে আমাদের সামনে নাসির এসে বলে ৩ নম্বর ওয়ার্ডে কোনো ভোট চাইতে পারবেন না। আপনারা চলে যান। আমরা না শুনলে আমাদের ধাক্কা দিতে থাকেন। পরে ক্ষিপ্ত হয়ে মারধর করেন। আমাদের বুবলি আপা বুকে ব্যথা পেয়ে অচেতন হয়ে যান। পরে ওরা পালিয়ে যায়। আমরা এই হামলার বিচার চাই।’ 

চেয়ারম্যান পদপ্রার্থী জসিম খান বলেন, ‘আমাদের ওপর এর আগেও হামলা হয়েছিল। আজ আমার সহধর্মিণীসহ পাঁচ-ছয়জন মহিলা কর্মী ভোট চাইতে যাওয়ার সময় চশমা প্রতীকের সমর্থক নাসির সরদার, বখতিয়ারসহ অনেকে বাধা দেয় এবং হামলা চালায়। আমার স্ত্রী আহত হয়ে শুয়ে আছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে আমি চাই একটি সুষ্ঠু নির্বাচন।’ 

এ বিষয়ে চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লব শিকদার বলেন, ‘বিষটা আমার জানা নেই। তবে দুই ভাই একসঙ্গে থাকলে ধস্তাধস্তি হয়ে থাকে। তবে আমার সমর্থক কি না, তা আমি এখনো জানি না।’ 

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি ঘটে রামভদ্রপুরের ভাটিতা গ্রামে। পরে হাসপাতালে গিয়ে আমরা পরিদর্শন করি। প্রার্থীর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক, তাই জরুরিভাবে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’ 

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত