Ajker Patrika

সেপ্টেম্বরের ১ তারিখ ‘আসল’ ফোবানা সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৩: ১০
সেপ্টেম্বরের ১ তারিখ ‘আসল’ ফোবানা সম্মেলন 

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ বা ফোবানার ৩৭তম সম্মেলন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। কানাডার মন্ট্রিয়েল শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফোবানার ৩৭তম সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান এ ঘোষণা দেন।

এর আগে ফোবানা নামে সংবাদ সম্মেলন করে আরেকটি গ্রুপ। তবে তারা ‘আসল’ ফোবানা নয় বলে জানানো হয়েছে আজকের সংবাদ সম্মেলনে।

আজ ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, ২০২১ সালে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে বাধা দেওয়া হলে কিছু সদস্যকে বহিষ্কার করা হয়। তারা নর্থ আমেরিকায় বিভিন্ন দণ্ডে সাজাপ্রাপ্ত। পরিচয় লুকিয়ে তারা ফোবানায় যুক্ত হয়েছে এবং বহিষ্কারের পর দেশে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানার যুগ্ম নির্বাহী সচিব কবির কিরণ। আরও ছিলেন সাবেক চেয়ারম্যান রেদাউল ইসলাম বাবলা।

আতিকুর রহমান বলেন, সেপ্টেম্বরের ১ থেকে ৩ তারিখ ফোবানার ৩৭তম সম্মেলন হবে। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসারে সাহায্য করা। এর সঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা।

লিখিত বক্তব্যে কবির কিরণ বলেন, এবারের সম্মেলনের আহ্বায়ক মনিরুজ্জামান এবং সদস্যসচিব হাফিজুর রাহমান ও অভিজিৎ দে। সম্মেলনের জন্য মন্ট্রিয়েলের শেরাটন লাভাল হোটেল কনভেনশন হল নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের সম্মেলনটিতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী করা হবে। আরও থাকবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত