Ajker Patrika

ব্রাজিলের চেয়ে ২০০ হাতের ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা 

মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া)
আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৫: ৩৮
ব্রাজিলের চেয়ে ২০০ হাতের ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা 

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় পছন্দের ফুটবল দলকে জানান দিতে এবং দলের প্রতি সমর্থন ও ভালোবাসার বহিপ্রকাশ ঘটাতে প্রায় ১ হাজার ৯০০ হাত পতাকা টাঙিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকেরা। তার মধ্যে ব্রাজিলের প্রায় ৮৫০ হাত। অন্যদিকে ব্রাজিলকে হারাতে আর্জেন্টিনার সমর্থকেরা প্রায় ১ হাজার ৫০ হাত পতাকা টাঙিয়েছে। এদিকে ব্রাজিলের পতাকা আরও বাড়াবে বলে জানিয়েছে সমর্থকেরা। ২০১০ সাল থেকে এলাকাবাসী এমন পতাকার আয়োজন করে আসছে বলে জানা যায়।

প্রায় এক মাস ধরে কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের বাকচি সাতপাখিয়া ও খোকসা উপজেলার গোপকগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জ সীমান্তবর্তী এলাকার গ্রামীণ সড়কের দুপাশের গাছ ও খুঁটির সঙ্গে টাঙানো হচ্ছে এই পতাকা। তবে পতাকা টাঙানো নিয়ে চলছে সমর্থদের মধ্যে তুমুল প্রতিযোগী। ব্রাজিল ২০ হাত বাড়ালে আর্জেন্টিনা সমর্থকেরা পতাকা বাড়াচ্ছে ৪০ হাত। এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা জানে না আয়োজকেরা।

অন্যদিকে গ্রামজুড়ে এমন পতাকা টাঙানোর খবর ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতে। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ গোপকগ্রামে ছুটে আসছে একনজর এই পতাকা দেখতে। কেউবা স্মার্টফোনের সেলফি ক্যামেরায় স্মৃতি সংরক্ষণ করছে।

আয়োজক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ অতি কাছে। এরই মধ্যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের দর্শক ও সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উল্লাস-উদ্দীপনা। এই উৎসবের কোনো কমতি রাখেনি গোপকগ্রাম-বাকচি সাতপাঁখিয়া ফুটবল ভক্ত-অনুরাগীরাও।

নিজের পছন্দের ফুটবল দলকে জানান দিতে এবং দলের প্রতি সমর্থক ও ভালোবাসার বহিপ্রকাশ ঘটাতে এখানকার ফুটবলপ্রেমিরা ব্যানার, ফেস্টুন, বিভিন্ন স্থানে পতাকা উত্তোলনসহ নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ কাজের অংশ হিসেবেই তাঁরা প্রায় ১ হাজার ৯০০ হাত পতাকা টাঙিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। তন্মধ্যে ব্রাজিলের প্রায় ৮৫০ হাত। আর ব্রাজিলকে হারিয়ে দিতে আর্জেন্টিনার সমর্থকেরা টাঙিয়েছে প্রায় ১০৫০ হাত পতাকা। ২০১০ সাল থেকে এলাকাবাসী এমন পতাকার আয়োজন করে আসছে।

ব্রাজিলের পতাকার দৈর্ঘ ৮৫০, আর্জেন্টিনা ১ হাজার ৫০ হাত।আরও জানা গেছে, খবর পেয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসছে নানা বয়সী মানুষ। অনেকে আবার স্মার্টফোনে ছবি তুলছে। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে।

এ বিষয়ে স্থানীয় চা-বিক্রেতা আলাউদ্দিন বলেন, ‘এক মাস আগে থেকেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে কে হারবে আর কে জিতবে তা নিয়ে চলছে চরম তর্ক-বিতর্ক। এখন পতাকা টাঙানোর প্রতিযোগিতা চলছে। তবে তর্ক-বিতর্ক হলেও কোনো মারামারির ঝামেলা হয় না।’

এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থক শামীম বলেন, ‘এ বছর প্রিয় দল আর্জেন্টিনার খেলোয়াড়েরা ভালো খেলছে। আশা করছি ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আমরাই কাপ নেব।’

অন্যদিকে ব্রাজিলের সমর্থক রাশিদুল বলেন, ‘আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন। এবারও আমরাই কাপ নেব। তবে ফাইনালে আর্জেন্টিনাকে চাই।’

ওই এলাকার আর্জেন্টিনা সমর্থকদের সভাপতি মো. হাফিজুর রহমান। তিনি পেশায় একজন মুদিদোকানি। তিনি বলেন, ‘২০১০ সাল থেকে এখানে দুই দলের সমর্থকদের মাঝে পতাকা টাঙানোর প্রতিযোগিতা চলে আসছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকেরা ১ হাজার ৫০ হাত পতাকা টাঙিয়েছে। ব্রাজিল বাড়ালে আমরাও বাড়াব।’

ব্রাজিল সমর্থকদের সভাপতি রনি মোল্লা বলেন, ‘বিশ্বকাপ নিয়ে চরম আনন্দ উৎসব চলছে এলাকায়। এখন পর্যন্ত ব্রাজিল প্রায় ৮৫০ হাত পতাকা টাঙিয়েছে। আরও বাড়ানো হবে।’

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘যার যার পছন্দের দল সেই সেই সমর্থন করবে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত