Ajker Patrika

কলারোয়ায় দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী হয়েছে। আজ সোমবার অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দমদম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল্লাহ।

 প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে যখন শিশুরা এসে ভর্তি হয় তখন বয়সে তারা খুবই ছোট থাকে। দীর্ঘদিন শিক্ষকদের পাঠদান গ্রহণের পর কর্মজীবনে চলে যায়। পরে দীর্ঘসময় ধরে তাদের সঙ্গে আর যোগাযোগ থাকে না। কিন্তু আশীর্বাদ থেকে যায়। 

সাবেক শিক্ষার্থী গাজী হারুনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক জিএম আব্দুল হামিদ, বাসুদেব কুমার ঘোষ, অলক কুমার, শফিকুল ইসলাম, আব্দুল ওহাব, রফিউল্লাহ, রফিকুল ইসলাম, ওলিউর রহমান, শাহানাজ বেগম, পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির উপদেষ্টা আবু তালেব, আতিয়ার রহমান, শামিম হোসেন, রহিম রাজ, আতিক হোসেন প্রমুখ। 

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাবেক শিক্ষার্থী আমজেদ হোসেন, ইমন হোসেন, শামিম হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত