চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বানু বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক নয়ন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণপুর বাজারে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত বানু উপজেলার নায়ারণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবু শামার স্ত্রী।
নিহতের স্বামী আবু শামা বলেন, ‘বানু আজ সকালে উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখিয়ে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে ওঠে। এ সময় বাজার থেকে একটি ট্রাক পেছনের দিকে (ব্যাক গিয়ার) গাড়ি নিলে চাকার নিচে পিষ্ট হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ এসে উত্তেজিত জনতাকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন বলেন, ট্রাকটিতে লুকিং গ্লাস ছিল না। এমনকি চালকের কোনো সহকারী ছিল না। চালক একাই দ্রুতগতিতে পেছন দিকে যাওয়ার পথে ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ট্রাকটির চালক নয়ন হোসেন বলেন, সড়ক নির্মাণকাজে নারায়ণপুরের কপোতাক্ষ ব্রিজের ওপরে ঠিকাদারি প্রতিষ্ঠানের বেঁচে যাওয়া ইটের খোয়া উপজেলার ভারত সীমান্তবর্তী কুলিয়া গ্রামে বহন করছে। ব্রিজের ওপরে ট্রাক ঘোরানোর জায়গা না থাকায় বাজারের তিন রাস্তার মোড় থেকে ঘুরিয়ে পেছন দিকে গিয়ে ট্রাক লোড দিতে হচ্ছে।
সহকারী না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি ডান পাশ দেখে অল্প গতিতেই যাচ্ছিলাম। তবে ওই বৃদ্ধা বাম দিক দিয়ে হঠাৎ গাড়ির পেছনে ধাক্কা খেয়ে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোরের চৌগাছায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বানু বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক নয়ন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণপুর বাজারে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত বানু উপজেলার নায়ারণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবু শামার স্ত্রী।
নিহতের স্বামী আবু শামা বলেন, ‘বানু আজ সকালে উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখিয়ে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে ওঠে। এ সময় বাজার থেকে একটি ট্রাক পেছনের দিকে (ব্যাক গিয়ার) গাড়ি নিলে চাকার নিচে পিষ্ট হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ এসে উত্তেজিত জনতাকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন বলেন, ট্রাকটিতে লুকিং গ্লাস ছিল না। এমনকি চালকের কোনো সহকারী ছিল না। চালক একাই দ্রুতগতিতে পেছন দিকে যাওয়ার পথে ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ট্রাকটির চালক নয়ন হোসেন বলেন, সড়ক নির্মাণকাজে নারায়ণপুরের কপোতাক্ষ ব্রিজের ওপরে ঠিকাদারি প্রতিষ্ঠানের বেঁচে যাওয়া ইটের খোয়া উপজেলার ভারত সীমান্তবর্তী কুলিয়া গ্রামে বহন করছে। ব্রিজের ওপরে ট্রাক ঘোরানোর জায়গা না থাকায় বাজারের তিন রাস্তার মোড় থেকে ঘুরিয়ে পেছন দিকে গিয়ে ট্রাক লোড দিতে হচ্ছে।
সহকারী না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি ডান পাশ দেখে অল্প গতিতেই যাচ্ছিলাম। তবে ওই বৃদ্ধা বাম দিক দিয়ে হঠাৎ গাড়ির পেছনে ধাক্কা খেয়ে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
২ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৭ মিনিট আগেবরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
২৭ মিনিট আগে