মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটে পুরোনো মোংলা বন্দর এলাকার ঘর বাড়ি ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে এ বিক্ষোভ–সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘বন্দর এলাকার রাতারাতি কলোনি, কসাই পাড়া, সেলাইওয়ালা ও পরিত্যক্ত ভবনে বছরের পর বছর ধরে বসবাস করছেন শ্রমিকসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ। বসবাসকারীরা এখানে পরিবার নিয়ে প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে আছেন। কিন্তু তাদের কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে বন্দর কর্তৃপক্ষ হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে আমরা হতাশ।’
বক্তারা ‘বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শ্রমিকদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান এবং সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।’
এর আগে গত ২৩ জানুয়ারি পুরোনো মোংলা বন্দর পৌর শহর সংলগ্ন ১৬ একর জমিতে বসবাসকারী সহস্রাধিক পরিবারকে দ্রুত তাদের স্থাপনাসহ সরে যেতে নোটিশ দেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ। আগামী ১২ ফেব্রুয়ারির পর থেকে উচ্ছেদ অভিযানের ঘোষণা দেওয়া হলে বসবাসকারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মোংলা কর্তৃপক্ষের দাবি-অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করে সেখানে বহুতল ভবন নির্মাণসহ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য শ্রমিকদের দখলে থাকা জায়গা থেকে তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর জি এম আল আমিন।
বাগেরহাটে পুরোনো মোংলা বন্দর এলাকার ঘর বাড়ি ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে এ বিক্ষোভ–সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘বন্দর এলাকার রাতারাতি কলোনি, কসাই পাড়া, সেলাইওয়ালা ও পরিত্যক্ত ভবনে বছরের পর বছর ধরে বসবাস করছেন শ্রমিকসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ। বসবাসকারীরা এখানে পরিবার নিয়ে প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে আছেন। কিন্তু তাদের কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে বন্দর কর্তৃপক্ষ হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে আমরা হতাশ।’
বক্তারা ‘বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শ্রমিকদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান এবং সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।’
এর আগে গত ২৩ জানুয়ারি পুরোনো মোংলা বন্দর পৌর শহর সংলগ্ন ১৬ একর জমিতে বসবাসকারী সহস্রাধিক পরিবারকে দ্রুত তাদের স্থাপনাসহ সরে যেতে নোটিশ দেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ। আগামী ১২ ফেব্রুয়ারির পর থেকে উচ্ছেদ অভিযানের ঘোষণা দেওয়া হলে বসবাসকারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মোংলা কর্তৃপক্ষের দাবি-অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করে সেখানে বহুতল ভবন নির্মাণসহ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য শ্রমিকদের দখলে থাকা জায়গা থেকে তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর জি এম আল আমিন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে