বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ হয়।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, আওয়ামী লীগের নেতা জামিল হোসেন জামু প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ নিজের নানা অপরাধ ঢাকতে উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রামপাল উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দ্বাদশ সংসদ নির্বাচনবিষয়ক অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে শেখ আবু সাইদের বহিষ্কারের দাবি ওঠে।
বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ হয়।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, আওয়ামী লীগের নেতা জামিল হোসেন জামু প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ নিজের নানা অপরাধ ঢাকতে উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রামপাল উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দ্বাদশ সংসদ নির্বাচনবিষয়ক অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ বন, পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে শেখ আবু সাইদের বহিষ্কারের দাবি ওঠে।
কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তাঁর বাবা এসেও ওই কিশোরীকে...
১৬ মিনিট আগেবগুড়া জেলা কারাগারে বন্দী আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২১ মিনিট আগেগতকাল সোমবার রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয়। বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের...
৩০ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয় আড়াই মাস বয়সী ওই শিশু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ওই শিশু সায়ানকে দুই দিন আগে...
৩৫ মিনিট আগে