Ajker Patrika

দৌলতপুরে ট্রাকের ওপরে থাকা শ্রমিকের বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৩: ৫২
মৃত সজিব হোসেন। ছবি: সংগৃহীত
মৃত সজিব হোসেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজিব হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হন।

আজ রোববার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সজিব ওই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আফতার আলীর ছেলে। তিনি ট্রাক থেকে খড়ি নামানো ও ওঠানোর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশি উচ্চতায় লোড নিয়ে একটি কাঠের খড়ি বোঝায় ট্রাক ঝাউদিয়া এলাকায় আসে। এ সময় সড়কে দিয়ে টানা বিদ্যুতের তারে সজিব বেঁধে যায়। ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে মারা যান।

দৌলতপুর থানার দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত উপপরিদর্শক (এসআই) নাজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত