কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরের গাছ ও ঢালের মাটি কেটে বেড়িবাঁধ মেরামতের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার কয়রা গ্রামের সমরেশ রায়ের বাড়ির সামনে থেকে পরিমল মণ্ডলের বাড়ি পর্যন্ত বেড়িবাঁধের ১ কিলোমিটার অংশের সংস্কারকাজ চলছে। বাধা দেওয়া সত্ত্বেও মেরামতের কাজ করা হলে গতকাল রোববার ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, বেড়িবাঁধ মেরামতের নামে তীরের গাছ কাটা হচ্ছে এবং এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে ঢালের মাটি। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বাঁধটি। তাই এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধটির সংস্কারকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিপ্লব এন্টারপ্রাইজ। মেরামতের জন্য তারা নদীতীরের গাছ কাটছে। এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে নদীতীরের ঢালের মাটি। এ ভাবে মেরামত করা হলে বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
চঞ্চলা রানী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বেড়িবাঁধ সংস্কার করা হোক আমরা অবশ্যই চাই। তবে গাছ কেটে নয়। কারণ গাছগুলো কাটলে দ্রুতই বাঁধটি নদীভাঙনের কবলে পড়বে।’
বিশ্বজিৎ গাইন নামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীর তীরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা যাবে না। ভেকু মেশিন দিয়ে মাটি কাটলে গাছ কাটতেই হবে। তাই আমাদের দাবি ভেকু মেশিন নয়, শ্রমিক দিয়ে ঝুড়ি-কোদাল দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা হোক।’
বিপ্লব এন্টারপ্রাইজের পক্ষে মেরামত কাজের তদারকির দায়িত্বে থাকা ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘বাঁধের পাশ থেকে মাটি নিয়ে কাজ করতে হলে কিছু গাছ কাটতেই হবে। তাই কিছু ছোট ছোট গাছ কাটা হয়েছে। তবে স্থানীয়দের দাবির মুখে কাজ আপাতত বন্ধ আছে।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘বাঁধ মেরামতের জন্য নদীর তীরের গাছ কাটার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে উপসহকারী প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, গাছ উজাড় করে বাঁধ সংস্কারের সুযোগ নেই। গাছ কেটে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরের গাছ ও ঢালের মাটি কেটে বেড়িবাঁধ মেরামতের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার কয়রা গ্রামের সমরেশ রায়ের বাড়ির সামনে থেকে পরিমল মণ্ডলের বাড়ি পর্যন্ত বেড়িবাঁধের ১ কিলোমিটার অংশের সংস্কারকাজ চলছে। বাধা দেওয়া সত্ত্বেও মেরামতের কাজ করা হলে গতকাল রোববার ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, বেড়িবাঁধ মেরামতের নামে তীরের গাছ কাটা হচ্ছে এবং এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে ঢালের মাটি। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বাঁধটি। তাই এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধটির সংস্কারকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিপ্লব এন্টারপ্রাইজ। মেরামতের জন্য তারা নদীতীরের গাছ কাটছে। এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে নদীতীরের ঢালের মাটি। এ ভাবে মেরামত করা হলে বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
চঞ্চলা রানী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বেড়িবাঁধ সংস্কার করা হোক আমরা অবশ্যই চাই। তবে গাছ কেটে নয়। কারণ গাছগুলো কাটলে দ্রুতই বাঁধটি নদীভাঙনের কবলে পড়বে।’
বিশ্বজিৎ গাইন নামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীর তীরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা যাবে না। ভেকু মেশিন দিয়ে মাটি কাটলে গাছ কাটতেই হবে। তাই আমাদের দাবি ভেকু মেশিন নয়, শ্রমিক দিয়ে ঝুড়ি-কোদাল দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা হোক।’
বিপ্লব এন্টারপ্রাইজের পক্ষে মেরামত কাজের তদারকির দায়িত্বে থাকা ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘বাঁধের পাশ থেকে মাটি নিয়ে কাজ করতে হলে কিছু গাছ কাটতেই হবে। তাই কিছু ছোট ছোট গাছ কাটা হয়েছে। তবে স্থানীয়দের দাবির মুখে কাজ আপাতত বন্ধ আছে।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘বাঁধ মেরামতের জন্য নদীর তীরের গাছ কাটার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে উপসহকারী প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, গাছ উজাড় করে বাঁধ সংস্কারের সুযোগ নেই। গাছ কেটে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
৩৭ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে