Ajker Patrika

নদীতীরের গাছ ও মাটি কেটে বেড়িবাঁধ মেরামতের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৩: ৩৩
নদীতীরের গাছ ও মাটি কেটে বেড়িবাঁধ মেরামতের অভিযোগ

খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরের গাছ ও ঢালের মাটি কেটে বেড়িবাঁধ মেরামতের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার কয়রা গ্রামের সমরেশ রায়ের বাড়ির সামনে থেকে পরিমল মণ্ডলের বাড়ি পর্যন্ত বেড়িবাঁধের ১ কিলোমিটার অংশের সংস্কারকাজ চলছে। বাধা দেওয়া সত্ত্বেও মেরামতের কাজ করা হলে গতকাল রোববার ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।

তাঁদের অভিযোগ, বেড়িবাঁধ মেরামতের নামে তীরের গাছ কাটা হচ্ছে এবং এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে ঢালের মাটি। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বাঁধটি। তাই এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধটির সংস্কারকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিপ্লব এন্টারপ্রাইজ। মেরামতের জন্য তারা নদীতীরের গাছ কাটছে। এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে নদীতীরের ঢালের মাটি। এ ভাবে মেরামত করা হলে বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।

চঞ্চলা রানী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বেড়িবাঁধ সংস্কার করা হোক আমরা অবশ্যই চাই। তবে গাছ কেটে  নয়। কারণ গাছগুলো কাটলে দ্রুতই বাঁধটি নদীভাঙনের কবলে পড়বে।’

বিশ্বজিৎ গাইন নামের আরেক বাসিন্দা বলেন, ‘নদীর তীরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা যাবে না। ভেকু মেশিন দিয়ে মাটি কাটলে গাছ কাটতেই হবে। তাই আমাদের দাবি ভেকু মেশিন নয়, শ্রমিক দিয়ে ঝুড়ি-কোদাল দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ মেরামত করা হোক।’ 

বিপ্লব এন্টারপ্রাইজের পক্ষে মেরামত কাজের তদারকির দায়িত্বে থাকা ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘বাঁধের পাশ থেকে মাটি নিয়ে কাজ করতে হলে কিছু গাছ কাটতেই হবে। তাই কিছু ছোট ছোট গাছ কাটা হয়েছে। তবে স্থানীয়দের দাবির মুখে কাজ আপাতত বন্ধ আছে।’ 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘বাঁধ মেরামতের জন্য নদীর তীরের গাছ কাটার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে উপসহকারী প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, গাছ উজাড় করে বাঁধ সংস্কারের সুযোগ নেই। গাছ কেটে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত