Ajker Patrika

কেশবপুরে ইউএনওর ঈদ সামগ্রী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে ইউএনওর ঈদ সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুরে পথে পথে ঘুরে অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে ৪০০ অসহায় ব্যক্তির মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

সরেজমিনে দেখা যায়, ইউএনও এমএম আরাফাত হোসেন শহরের ত্রিমোহিনী মোড়, টাইগার মোড়, হাসপাতাল মোড়, পাইলট স্কুল মোড় ও উপজেলা পরিষদ চত্বর এলাকা ঘুরে অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষ এবং ভ্যান চালকদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। ঈদের আগে সেমাই, চিনি, বাদাম, কিচমিচ ও তেল পেয়ে খুশি অসহায় মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সাহিদুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহাসহ প্রমুখ।

কেশবপুর ইউএনও এম এম আরাফাত হোসেন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলা প্রশাসনের আয়োজনে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েই শহরে চলাচলকারী ৪০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদেরকে সেমাই, চিনি, বাদাম, কিচমিচ ও তেল দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত