Ajker Patrika

কুষ্টিয়ায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ২৫
কুষ্টিয়ায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

গত তিন মাসের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২৪৩টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্ত ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

এরই মধ্যে করোনার ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ডেলটা ভেরিয়েন্টের সময়ও কুষ্টিয়ায় করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ২৪১। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৪৩ জন। 

এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৯৯৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩০০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৭৮৯ জনের মৃত্যু হয়েছে। 

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত রোগীদের মধ্যে খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বেশির ভাগ রোগী বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। 

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা রোগীদের জন্য ৫০টি বেড রাখা হয়েছে। নতুন শনাক্ত ৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৬৫ জন, কুমারখালীতে ছয়জন, দৌলতপুরে একজন, ভেড়ামারায় ছয়জন, মিরপুরে একজন ও খোকসা উপজেলায় দুজন রয়েছেন। 

এদিকে, জেলায় পাল্লা দিয়ে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মাস্ক ছাড়া অধিকাংশ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। শুধু তাই নয়, বিধি মানাতে বা সাধারণ মানুষকে সচেতন করতে শহরে মাইকিং ছাড়া আর কোনো কার্যক্রম চোখে পড়ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

আমাদের কথা শোনা বন্ধ করায় বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত