Ajker Patrika

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৫: ৫৩
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে সোলায়মান ইসলাম (৪০) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের হামলার শিকার হন তিনি।

নিহত সোলায়মান ইসলাম শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের শেখ আনছার আলীর ছেলে। ২০ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে নিজ ছেলে ও ছয় সহযোগীর সঙ্গে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান তিনি।

নিহতের ছেলে আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা সুন্দরবনের বিভিন্ন অংশে মধু সংগ্রহ করেন। সন্ধ্যার দিকে কাছিকাটা এলাকায় গাছে উঠে মধু কাটার সময় পাশের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা বাঘ তাঁর বাবাকে আক্রমণ করে। এ সময় তাঁরা নিজেদের সংঘবদ্ধ করে বাঘকে ধাওয়া করলে ২০-২২ গজ দূরে শিকার ফেলে বাঘটি বনের মধ্যে চলে যায়। ঘাড় মটকে যাওয়ায় ঘটনাস্থলে তাঁর বাবার মৃত্যু হয়েছে। 

আব্দুস সামাদ আরও বলেন, মরদেহ নিয়ে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বন আইন মেনে অনুমতিপত্র (পাস) নিয়ে সুন্দরবনে প্রবেশ করায় তাঁর পরিবার বন বিভাগ প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা পাবে। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ সূত্র জানিয়েছে, ‘দুর্ঘটনার শিকার মৌয়ালের পরিবারকে পূর্বঘোষিত বিমাসুবিধা দেওয়া হবে।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত