খুলনা ও বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবন সুরক্ষায় রাজনৈতিক অঙ্গীকার, পৃথক মন্ত্রণালয় এবং ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণার আহ্বানের মধ্য দিয়ে খুলনায় আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উদ্যাপিত হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে বাগেরহাট শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা হয়। খুলনা প্রেস ক্লাব ও সুন্দরবন একাডেমির যৌথ উদ্যোগে খুলনায় সুন্দরবন দিবস উদ্যাপন করা হয়। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এবং অসীম আনন্দ দাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী। অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. নাজমুস সাদাত, সুন্দরবন একাডেমির উপদেষ্টা ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুন্দরবন একাডেমির পরিচালক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সুন্দরবনের সুরক্ষা সম্ভব না। এ জন্য সুন্দরবন সুরক্ষার সামাজিক আন্দোলন জোরদার করতে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে প্রধান দলগুলোর নির্বাচনী ইশতেহারে ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার বিষয়টি যেন থাকে সে জন্য জোরালো অ্যাডভোকেসি করতে হবে।
এদিকে, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস চালনা পৌরসভা মিলনায়তনে সুন্দরবন একাডেমির উদ্যোগে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন কাউন্সিলর এসএম আব্দুলল গফুর, ধারণাপত্র পাঠ করেন চালনা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
‘সুন্দরবনকে ভালোবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন’ এই স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এটি। পরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজি।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে। ঝড়-জলোচ্ছ্বাস থেকে দক্ষিণাঞ্চলকে রক্ষা করলেও কিন্তু নানা কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। বিষ দিয়ে সুন্দরবনের মাছসহ জলজ প্রাণী ধ্বংস করা হচ্ছে, চোরা শিকারিদের হাতে মরছে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণী, সুন্দরী গাছ মরছে লবণে। কিন্তু সুন্দরবন রক্ষায় সরকারের তেমন উদ্যোগ নেই। দেশের মানুষকে ভালো রাখতে সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এ ছাড়া বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
সুন্দরবন সুরক্ষায় রাজনৈতিক অঙ্গীকার, পৃথক মন্ত্রণালয় এবং ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণার আহ্বানের মধ্য দিয়ে খুলনায় আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উদ্যাপিত হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে বাগেরহাট শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা হয়। খুলনা প্রেস ক্লাব ও সুন্দরবন একাডেমির যৌথ উদ্যোগে খুলনায় সুন্দরবন দিবস উদ্যাপন করা হয়। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এবং অসীম আনন্দ দাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী। অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. নাজমুস সাদাত, সুন্দরবন একাডেমির উপদেষ্টা ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুন্দরবন একাডেমির পরিচালক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সুন্দরবনের সুরক্ষা সম্ভব না। এ জন্য সুন্দরবন সুরক্ষার সামাজিক আন্দোলন জোরদার করতে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে প্রধান দলগুলোর নির্বাচনী ইশতেহারে ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার বিষয়টি যেন থাকে সে জন্য জোরালো অ্যাডভোকেসি করতে হবে।
এদিকে, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস চালনা পৌরসভা মিলনায়তনে সুন্দরবন একাডেমির উদ্যোগে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন কাউন্সিলর এসএম আব্দুলল গফুর, ধারণাপত্র পাঠ করেন চালনা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
‘সুন্দরবনকে ভালোবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন’ এই স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এটি। পরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজি।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে। ঝড়-জলোচ্ছ্বাস থেকে দক্ষিণাঞ্চলকে রক্ষা করলেও কিন্তু নানা কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। বিষ দিয়ে সুন্দরবনের মাছসহ জলজ প্রাণী ধ্বংস করা হচ্ছে, চোরা শিকারিদের হাতে মরছে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণী, সুন্দরী গাছ মরছে লবণে। কিন্তু সুন্দরবন রক্ষায় সরকারের তেমন উদ্যোগ নেই। দেশের মানুষকে ভালো রাখতে সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এ ছাড়া বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১০ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ ঘণ্টা আগে