Ajker Patrika

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় স্বামী নিহত, আহত স্ত্রী

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১২: ৩৮
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় স্বামী নিহত, আহত স্ত্রী

মেহেরপুরের গাংনীতে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও তাঁর স্ত্রী আনিকা খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মারুফ হোসেনের বাড়ি রাজশাহীতে। তিনি গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বামন্দী এলাকার নিশিপুর গ্রাম থেকে শ্বশুরবাড়িতে ফিরছিলেন মারুফ হোসেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝায় ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে মারুফ হোসেন ও তাঁর স্ত্রী আনিকা খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দুজনকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ হোসেনকে মৃত ঘোষণা করে। 

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে মারুফ হোসেন নামের একজন নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী আহত হয়েছেন। রাতে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত