ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের পানিতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গত দুই দিন যাবৎ বিদ্যালয়ের মাঠে জোয়ার ভাটা চলছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।
জানা গেছে, ভদ্রা নদীতে গত দুই দিন যাবৎ অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে প্রায় ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল হওয়ায় গত শনিবার থেকে বাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে ঢুকতে শুরু করেছে। গতকাল রোববার ও আজ সোমবার ভোরে জোয়ারের কারণে নদীতে আরও পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধ মেরামত না করলে শ্রেণিকক্ষ তলিতে গিয়ে পাঠদান বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তা ছাড়া হুমকির মধ্যে রয়েছে মুজিববর্ষে দেওয়া ঘরসহ সরকারের আশ্রয়ণ প্রকল্পের ৩৫১টি ঘর।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল বলেন, ‘নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ তলিয়ে গিয়ে বিদ্যালয় প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধের উন্নয়ন না করা হলে পাঠদানের বিঘ্নসহ ভবনটি ক্ষতিগ্রস্ত হবে।’
স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুর রহমান শেখ জানান, ভদ্রা নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল। যে কারণে নদীতে পানি বেশি হলেই বাঁধ উপচে ভেতরে ঢুকে। বিষয়টি নিরসনে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘বাঁধের উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের পানিতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গত দুই দিন যাবৎ বিদ্যালয়ের মাঠে জোয়ার ভাটা চলছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।
জানা গেছে, ভদ্রা নদীতে গত দুই দিন যাবৎ অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে প্রায় ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল হওয়ায় গত শনিবার থেকে বাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে ঢুকতে শুরু করেছে। গতকাল রোববার ও আজ সোমবার ভোরে জোয়ারের কারণে নদীতে আরও পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধ মেরামত না করলে শ্রেণিকক্ষ তলিতে গিয়ে পাঠদান বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তা ছাড়া হুমকির মধ্যে রয়েছে মুজিববর্ষে দেওয়া ঘরসহ সরকারের আশ্রয়ণ প্রকল্পের ৩৫১টি ঘর।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল বলেন, ‘নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ তলিয়ে গিয়ে বিদ্যালয় প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধের উন্নয়ন না করা হলে পাঠদানের বিঘ্নসহ ভবনটি ক্ষতিগ্রস্ত হবে।’
স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুর রহমান শেখ জানান, ভদ্রা নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল। যে কারণে নদীতে পানি বেশি হলেই বাঁধ উপচে ভেতরে ঢুকে। বিষয়টি নিরসনে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘বাঁধের উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে