উপাচার্য নিয়োগের দাবিতে উত্তাল ইবি, মহাসড়কে এক ঘণ্টা অবস্থান শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতার প্রতিবাদে গত শুক্রবার থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা ১১টায় উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান নেন। শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টা আল্টিমেটামের আজকে শেষ দিন। আজকের মধ্যে ভিসি না দিলে চূড়ান্ত আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আর নয় আর নয়, ক্লাস চাই পরীক্ষা চাই’, ‘অবিলম্বে ভিসি চাই, সেশনজটের কবর চাই’, ‘সংস্কারমনা ভিসি চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশের সব জায়গায়ই উপাচার্য নিয়োগ হচ্ছে। অথচ আমাদের এখানে কোনো এক অদৃশ্য কারণে নিয়োগ হচ্ছে না। এতে আমাদের শিক্ষা জীবনের হুমকির মুখে পড়েছে। আমরা ক্লাসে ফিরতে চাই। 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে শীর্ষ পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত