Ajker Patrika

খুলনার পাটকলগুলো শিগগির উৎপাদনে যাবে: শ্রম প্রতিমন্ত্রী

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২২: ১২
খুলনার পাটকলগুলো শিগগির উৎপাদনে যাবে: শ্রম প্রতিমন্ত্রী

 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‘খুলনার পাটকলগুলো শিগগির উৎপাদনে যাবে। শ্রমিক ভাইয়েরা অসুস্থ হলে অসহায় বোধ করবেন না। কারণ, আপনাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রমবান্ধব সরকার আছে।’

আজ বুধবার খুলনার খালিশপুরে ২৭২ জন শ্রমিকের মধ্যে ১ কোটি ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের আগেই শিশুশ্রম মুক্ত নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করবে সরকার। কোনো শ্রমিক অসহায় থাকবে না। আর আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।’

শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি আজ ৫০ বছর শ্রমিকদের পাশে আছি। জীবনের বাকি দিনগুলো এ দেশের শ্রমজীবী মানুষের জন্য কাজ করে যাব।’ অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের আরও বেশি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে খুলনার দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলী থানা, দিঘলিয়া, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার ২৬৫ জন শ্রমিককে চিকিৎসা সহায়তা হিসেবে ১ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। এ ছাড়া দুজন মৃত শ্রমিকের দাফনের খরচের জন্য ৫০ হাজার এবং পাঁচজন মেধাবী ছাত্রকে উচ্চশিক্ষার সহায়তা হিসাবে ২ লাখ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত