Ajker Patrika

ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ৩৭
ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে খেলার মাঠেই দম বন্ধ হয়ে আবু সাঈদ (১৬) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আবু সাঈদ উপজেলার তেঁতুলবেড়িয়া গ্রামের জোবেদ আলীর ছেলে। 

সে করমদী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং সাহেবনগর জামে মসজিদে ইমামতি করত। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আবু সাঈদ বন্ধুদের সঙ্গে গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল। খেলা শুরুর কিছুক্ষণের সে দম বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় বন্ধুরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার বলেন, `আবু সাঈদ খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আবু সাঈদ দশম শ্রেণির ছাত্র ছিল। আজ বুধবার তার কোরআন পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা দেওয়া আর হলো না। আমরা এক মেধাবী ছাত্র হারালাম।' 

করমদী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মো. আবু জাফর বলেন, `আবু সাঈদের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সে আমাদের মাদ্রাসার একজন মেধাবী ছাত্র ছিল। মেধাবী হওয়ার কারণে সে এই বয়সে ইমামতির ও দায়িত্ব পেয়েছিল। তার এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত